1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের অশালীন পোশাক কাঁপাচ্ছে গোটা দুনিয়া!

১৭ এপ্রিল ২০১০

ভূমিকম্পের অন্যতম কারণ নারীদের অশালীন পোশাক পরিধান! কি বিশ্বাস হচ্ছেনা? কথাটি বলেছেন ইরানের উর্ধ্বতন এক ধর্মীয় নেতা৷

https://p.dw.com/p/MzCt
ছবি: AP

শুক্রবার তেহরানের একটি মসজিদে জুমার নামাজের আগে আয়াতুল্লাহ কাজেম সেডিঘি নামের এক ইমাম মুসলমানদের উদ্দেশে এ ধরণের মন্তব্য করেছেন বলে জানিয়েছে সংস্কারপন্থী পত্রিকা আফতাব-ই ইয়াজাদ৷ আয়াতুল্লাহ বলেন, ‘‘নারীদের অশালীন পোশাক তরুণদের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক গড়ে তুলতে উত্সাহিত করে৷ আর মানুষের খারাপ কাজের ফল স্বরূপ দুনিয়াতে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে৷ তাই বেশি বেশি ভূমিকম্পের জন্য নারীদের অশালীন সাজগোজও দায়ী৷ এজন্য সকলের উচিত ইসলামি শরিয়া অনুযায়ী চলা৷''

Tschador
ইরানি নারীছবি: AP

উল্লেখ্য, ইরানে ইসলামি পোশাক পরিধান বাধ্যতামূলক৷ ধর্ম, দেশ নির্বিশেষে ইরানে বসবাসকারী যে কারও জন্যই এই আইন প্রযোজ্য৷ বাইরে বের হওয়ার সময় মেয়েদের অবশ্যই স্কার্ফ দিয়ে মাথা ঢেকে নিতে হয়৷ আর শরীরের কোনো অংশ যেন বের হয়ে না থাকে সেটাও নিশ্চিত করতে হয়৷

কিন্তু তারপরও দেখা যায় অনেক শহুরে মেয়ে আঁটোসাঁটো পোশাক পরে বের হন৷ সঙ্গে থাকে যুগের সাথে তাল মেলানো স্কার্ফ ও পর্যাপ্ত মেকআপ৷

ইরান ভূমিকম্প প্রবণ একটি দেশ৷ ২০০৩ সালের ডিসেম্বরে দেশটির ‘বাম' শহরে এক ভূমিকম্পে প্রায় ৩১ হাজার মানুষ নিহত হয়েছিল৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : রিয়াজুল ইসলাম