1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাটক করেই বিদায় নিল আজ্জুরিরা

২৫ জুন ২০১০

ড্রামা ইটালি শেষ পর্যন্ত নাটক দেখিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিল৷ স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচের শেষ কয়েক মিনিটগুলোতে আজ্জুরিরা যখন কমপক্ষে ড্র-র জন্য মরিয়া হয়ে খেলছে ততক্ষণে দেরি হয়ে গেছে৷

https://p.dw.com/p/O2bn
রবার্ট ভিটেকের গোল, ইটালির খেলোয়াড়দের মাথায় হাতছবি: AP

গোটা ম্যাচের শেষ ১৫ মিনিট বাদে মার্চেলো লিপ্পির দলকে কখনোই মনে হয়নি তাঁরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং শিরোপা ধরে রাখতে তাঁদের কোন আগ্রহ আছে৷ বরং শেষ ম্যাচে জয়ের নেশায় প্রতিপক্ষ স্লোভাকিয়ার ফুটবলাররা উজাড় করে খেলেছে৷ তার ফল প্যারাগুয়ের সঙ্গে তাঁদেরও দ্বিতীয় রাউন্ডের টিকিট পাওয়া৷

প্রথমার্ধেই এক গোল করে এগিয়ে যায় স্লোভাকিয়া৷ ২৫ মিনিটের মাথায় ইটালির রসির ভুলে বল পেয়ে যান স্লোভাকিয়ার রবার্ট ভিটেক৷ তাঁর দুর্দান্ত ফিনিশিং ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন ইটালির গোলকিপার মারচেত্তি৷ এর আগে খেলা শুরুর ছয় মিনিটের সময় গোলের সুযোগ পেয়েছিলেন ভিটেক৷ কিন্তু সেসময় ব্যর্থ হন৷ প্রথমার্ধের পুরোটা সময় ইটালির মধ্যমাঠকে মনে হয়েছে অবিন্যস্ত৷ অন্যদিকে লং পাসে খেলে মাঝে মধ্যে বিপজ্জনক হয়ে ওঠেন স্লোভাকিয়ার স্ট্রাইকাররা৷ ৩৫ মিনিটের সময় স্টারবার একটি জোরালো শট কোনভাবে বাঁচিয়ে দেন মারচেত্তি৷

NO FLASH Italien Slowakei WM 2010 Fußball Weltmeisterschaft
কুয়াগলিয়ারেলাকে সান্ত্বনা দিচ্ছেন অধিনায়াক কানাভারোছবি: picture-alliance/dpa

এরপর দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেও মনে হচ্ছিল জয়ের চেয়ে ড্র-ই ইটালির কাম্য৷ কারণ ড্র করলেই পরের পর্ব নিশ্চিত হতো তাঁদের৷ কিন্তু ৭৩ মিনিটের সময় রবার্ট ভিটেক দ্বিতীয় গোল করে বসলে যেন হুঁশ ফেরে আজ্জুরিদের৷ এসময় ইটালির ডিফেন্ডারদের ভুলে ছোট ডি বক্সের ভেতর হামসিকের কাছ থেকে বল পেয়ে যান ভিটেক৷ কিছু বুঝে ওঠার আগেই তাঁদের হতভম্ব করে দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি৷ অবশ্য এই গোলটির কিছু আগে ইটালির ফাবিও কুয়াগলিয়ারেলার একটি নিশ্চিত গোলের সুযোগ ব্যর্থ হয়৷ তাঁর শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন স্লোভাকিয়ার স্কারটেল৷

এরপর থেকে ইটালিকে মনে হয়েছে দলটি গতবারের বিশ্বচ্যাম্পিয়ন৷ একের পর এক আক্রমণ তারা শানিয়ে গেছে স্লোভাকদের সীমানায়৷ ৮১ মিনিটের মাথায় ইয়াকুইন্তার কাছ থেকে বল পেয়ে একটি গোল শোধ করেন নাতাল৷ এর একটু পর আবারও বল জালে জড়িয়ে দেন এই নাতালই৷ কিন্তু রেফারির বাঁশি অফসাইডের কারণে৷ যদিও পরে রিপ্লেতে দেখা গেছে যে এটি ছিল ভুল সিদ্ধান্ত৷ গোল করতে মরিয়া ইটালির বেশিরভাগ খেলোয়াড় যখন মধ্যমাঠের ওপরে তখনই ৮৯ মিনিটের মাথায় স্লোভাকিয়ার পক্ষে তৃতীয় গোলটি করে বসেন কামিল কাপুনেক৷ অতিরিক্ত সময়ের এক মিনিটের মাথায় ২৫ গজ দুর থেকে ফাবিও কুয়াগলিয়ারেলার শটটি স্লোভাকিয়ার গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে গেলেও ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে৷

ইটালির রক্ষণভাগ নিয়ে সবসময় বলা হয়ে থাকে এটি বিশ্বসেরা৷ কিন্তু তিন ম্যাচে পাঁচ গোল খেয়ে তাঁরা গত ৩৬ বছরের মধ্যে এই প্রথমবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিল৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক