1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন রাজা পেলো নেদারল্যান্ডস

মারুফ আহমেদ৬ মে ২০১৩

মা ছিলেন শিল্পকলা, বিশেষ করে ভাষ্কর্যের গভীর অনুরাগী আর ছেলে খেলাধুলা ও বিমান চালনায় উৎসাহী৷ সাবেক রানির সঙ্গে এমন অমিলের পরও নেদারল্যান্ডসের জনগণ সাদরে বরণ করে নিলেন নতুন রাজা ভিলেম-আলেকজান্ডারকে৷

https://p.dw.com/p/18SHi
ছবি: Reuters

৩০শে এপ্রিল ৭৫ বছর বয়সি রানি বিয়াট্রিক্স ৩৩ বছর রাজত্বের পর যুবরাজ ভিলেম-আলেকজান্ডারের মাথায় তুলে দিলেন রাজমুকুট৷ নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ‘কোনিগেন তাগ' বা রাজ পরিবারের উৎসব দিবস হলো ৩০শে এপ্রিল৷ দেশের মানুষও উৎসবের আনন্দেই পালন করেছেন দিনটি৷ নেদারল্যান্ডসে রাজতন্ত্র আছে, তবে দেশ চলে সংসদীয় গণতান্ত্রের পথ ধরে৷ ৪৬ বছর বয়সি ভিলেম-আলেকজান্ডার শুধু নেদারল্যান্ডসের রাজা নন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কুরাকাউ, অ্যারুবা এবং সেন্ট ম্যার্টিনেরও রাজা৷

১৮৫১ সালের পর এই প্রথম একজন রাজা পেলো নেদারল্যান্ডস৷ গত ১৬২ বছরে সবাই ছিলেন রানি৷ রাজপরিবারে রাজপুত্র হয়ই না, দেশ রাজা পাবে কী করে! স্কুল শিক্ষার পর সামরিক ও নৌ-বাহিনী ‘রয়েল নেদারল্যান্ডস নেভি'-তে প্রশিক্ষণ নেন ভিলেম-আলেকজান্ডার৷ লেইডেন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়েছেন৷ রাজ পদে আসীন হওয়ার আগে ছিলেন নেদারল্যান্ডসের ‘পানি ও পরিবেশ' মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সভাপতি৷ আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনাতেও অবদান রাখতে হয় তাঁকে৷ নতুন রাজা একজন ভালো বিমান চালক৷ ৯০-এর দশকে কেনিয়ায় স্বেচ্ছাসেবক হিসেবে ‘আফ্রিকান মেডিক্যাল রিসার্চ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন' এবং ‘কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিস'-এ বিমান চালক হিসেবে কাজও করেছেন৷ বিমান চালকের লাইসেন্স ধরে রাখতে এখনো বিমান নিয়ে আকাশে উড়তে হয় তাঁকে৷ পরিবার নিয়ে বিদেশে গেলে ডাচ রয়েল বিমানটা নিজেই চালান৷ ছিলেন ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি'-র সদস্য৷ আইস স্কেটিং, ম্যারাথনে অংশ নিয়েছেন প্রতিযোগী হিসেবে৷ ফুটবলও খুব ভালোবাসেন৷ ২০১০ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে উৎসাহ জোগাতে সস্ত্রীক চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়৷

Königin Beatrix Abschied Thronwechsel König Willem Alexander
নতুন রাজা-রানিছবি: Reuters

২০০২ সালে তিনি বিয়ে করেন বাস্ক, পর্তুগিজ ও ইতালীয় বংশোদ্ভূত আর্জেন্টাইন ম্যাক্সিমাকে৷ বিয়েটা বেশ বিতর্কিত হয়েছিল৷ কিন্তু ম্যাক্সিমা এখন জনপ্রিয় রানি৷ বিতর্ক হয়েছিল ভিলেম-আলেকন্ডারের বাবা- মায়ের বিয়ের সময়ও৷ রাজকুমারি বিয়াট্রিক্স জার্মান কূটনীতিক ক্লাউস ফন আমসবার্গকে বিয়ে করেন ১৯৬২ সালে৷ নেদারল্যান্ডসের জনগণ তা সহজভাবে মেনে নিতে পারেনি৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ডস ছিল জার্মানির দখলে, সেই ক্ষত যে তখনও শুকায়নি! পরে ক্লাউস অবশ্য নিজ গুণেই জয় করেছিলেন ডাচ জনগণের হৃদয়৷

পুরো নাম: ভিলেম-আলেকজান্ডার ক্লাউস গেওর্গে ফার্ডিনান্ড

Königin Beatrix Abschied
ছবি: Getty Images

জন্ম: ২৭শে এপ্রিল, ১৯৬৭, উটরেখ্ট, নেদারল্যান্ডস

পেশা: নেদারল্যান্ডসের রাজা

বাবা: ক্লাউস ফন আমসবার্গ

মা: রাজকন্যা বেয়াট্রিক্স, নেদারল্যান্ডসের সাবেক রানি

স্ত্রী: ম্যাক্সিমা জোরেগুয়েতা ছেরুটি

সন্তান: রাজকুমারী আমালিয়া

আলেক্সিয়া

আরিয়ানে

শখ: বিমান চালনা ও খেলাধুলা