1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন মজুরি কার্যকর না করলে জেল-জরিমানা হবে মালিকদের

১৯ জুলাই ২০১০

নির্ধারিত ২৮শে জুলাইয়ের আগেই বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন ন্যুনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি ইকতেদার আহমেদ৷

https://p.dw.com/p/OOl4
ন্যুনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি ইকতেদার আহমেদছবি: Harun Ur Rashid Swapan

বিচারপতি ইকতেদার আহমেদ বলেছেন, মালিক-শ্রমিকদের মধ্যে মজুরি নিয়ে সমঝোতা না হলে মজুরি বোর্ড তার বিবেচনা থেকেই নতুন মজুরি নির্ধারণ করবে৷ আর মালিকরা সে অনুয়ায়ী বেতন না দিলে তাদের জেল জরিমানার মুখোমুখি হতে হবে৷

তৈরি পোশাক শিল্পের মালিক আর শ্রমিকদের প্রস্তাবিত ন্যুনতম বেতনের মধ্যে ফারাক অনেক৷ শ্রমিকরা কোনভাবেই ৫ হাজার টাকার নিচে নতুন বেতন মানতে রাজি নয়৷ আর মালিকরা প্রস্তাব করছেন এর অর্ধেকরও কম৷ মজুরি বোর্ডের গত ১০টি বৈঠকে এনিয়ে মালিক শ্রমিকরা কোন সমঝোতায় আসতে পারেননি৷ আগামি ২১ জুলাইয়ের সর্বশেষ বৈঠকে এনিয়ে সমঝোতা না হলে মজুরি বোর্ড অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে৷ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি ইকতেদার আহমেদ জানান, ওই দিনই তারা ন্যুনতম মজুরির খসড়া চূড়ান্ত করে ফেলবেন৷ আর ২৭শে জুলাই তা গেজেট আকারে প্রকাশ হবে৷

তিনি জানান, গেজেট প্রকাশের দিন থেকে তৈরি পোশাক শিল্পে নতুন মজুরি কার্যকর হবে৷ মালিকরা তা না দিলে জেল জরিমানার মুখোমুখি হবেন৷ ইকতেদার আহমেদ বলেন দ্রব্যমূল্য , বাসস্থান খরচ , ক্যালরিসহ সব দিক বিবচনায় রেখেই এই মজুরি নির্ধারণ করা হচ্ছে৷ তার মতে নতুন মজুরি তৈরি পোষাক শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে৷ অন্য দিকে ন্যুনতম মজুরি ৫ হাজার টাকা ঘোষণার দাবিতে পোশাক শিল্পের শ্রমিকরা সোমবার বিকেলে বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক