1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন বছরে ভারতের ভবিষ্যৎ পরিস্থিতির পূর্বাবলোকন

১ জানুয়ারি ২০১১

দুর্নীতি, সহিংসতা ও নিরাপত্তার মতো জটিল সমস্যার আবর্ত থেকে ২০১১ সালের নতুন বছরে ভারতের মনমোহন সিং-এর জোট সরকার কী তার উত্তরণের পথ খুঁজে পাবে? কতটা সফল হবে সরকার এর মোকাবিলায? কী বলছেন বিশেষজ্ঞরা?

https://p.dw.com/p/zsHh
vendor, carries, earthen, pots, Allahabad, India, water. heat, wave, conditions,
পাল্টাবে কি এসব খেটে খাওয়া মানুষের ভাগ্য?ছবি: AP

বিভিন্ন জটিল সমস্যায় কণ্টকিত ড. মনমোহন সিং-এর কংগ্রেস জোট সরকার ২০১১ সালের নতুন বছরে দেশকে সুস্থ ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা জানতে চেয়েছিলাম বিশেষজ্ঞদের কাছে৷ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক এ.কে রায় ডয়চে ভেলেকে বলেন, সরকারের বর্তমান প্রশাসনিক কাঠামোয় আইন শৃঙ্খলা বা মাওবাদী সমস্যার মতো ইস্যুর মোকাবিলা করা মুশকিল৷ প্রশাসনে যে পরিমাণ দুর্নীতি ঢুকেছে তার পরিবর্তনের আশা কম৷ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়তো হবে, কিন্তু সহিংসতা, দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা প্রশাসনিক দুর্বলতা থেকে আসে তার কোন হেরফের হবে না৷

পররাষ্ট্র ক্ষেত্রে অধ্যাপক রায়ের অভিমত, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হয়তো সহজ হতে পারে, কারণ ভারত ও পাকিস্তান দু'দেশই এখন মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর৷ যুক্তরাষ্ট্রই চাইবেনা দু'দেশের মধ্যে উত্তেজনা বাড়ুক৷ চীন দলাইলামা বা অরুণাচল নিয়ে বিতর্ক তৈরি করলেও খুব বেশি ঝঞ্ঝাট করবেনা৷ চীনের নজর এখন আঞ্চলিক ক্ষেত্র থেকে আন্তর্জাতিক ক্ষেত্রের দিকে বেশি৷ অন্যদিকে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকার বিশেষ পরিবর্তন হবে না৷

নতুন বছরে ভারতের অর্থনৈতিক ছবিটা কেমন হতে পারে সে সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরুপ সরকার ডয়েচে ভেলেকে বললেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একই থাকবে, না হয় সামান্য বাড়তে পারে৷ দেশে ধনী গরিবের অসাম্য বাড়বে৷ গরিবরা বাজার অর্থনীতির আওতায় এখনো আসতে পারেনি৷ তার জন্য সরকারকে নিতে হবে বিশেষ পদক্ষেপ৷ দীর্ঘকাল ধরে কৃষি ক্ষেত্রকে অবহেলা করার দরুণ সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারবে না৷ কৃষিকে অবহেলা করায় মাথা পিছু খাদ্য উৎপাদন কমেছে অন্যদিকে বেড়েছে জনসংখ্যা৷

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নতুন বছরে ভারতের সাফল্য সম্পর্কে খুব একটা আশাবাদী নন জওহরলাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড: সৌমিত্র মুখোপাধ্যায়৷ ডয়েচে ভেলেকে বললেন, পরিবেশ বিজ্ঞান নিয়ে যেসব বিজ্ঞানী কাজ করছেন, তাঁরা বিজ্ঞানের চেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন রাজনীতিবিদদের ওপর৷ দ্বিতীয়ত, দেশের পরিবেশগত ভবিষ্যৎ নির্ভর করে ভূমি ব্যবহারের ওপর৷ জলাভূমি বুজে আসছে ধীরে ধীরে৷ অনেক বাঁধ তৈরি হচ্ছে যার সম্ভাব্যতা রিপোর্ট ঠিকমত যাচাই করা হয়না৷জলবায়ু পরিবর্তনের সঙ্গে ভূমি ব্যবহারের একটা সামঞ্জস্য থাকা দরকার৷ গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে ভারত অনেকটা সফল হয়েছে নতুন বছরে আরও হতে পারে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই