1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন বছরে ক্রিকেট এবং টেনিস

৩ জানুয়ারি ২০১১

কেপ টাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলায় দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করে৷ টসে ভারত জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়৷ ব্যাট হাতে নামে দক্ষিণ আফ্রিকা৷

https://p.dw.com/p/zt08
Kallis
অসাধারণ ১৬১ রান করে আউট হন জ্যাক ক্যালিসছবি: AP

জ্যাক ক্যালিস ১৬১ করে রান আউট হয়ে যান৷ ভারতের পেস বোলার শ্রীসান্থ ১১৪ রানে নিয়েছেন পাঁচ উইকেট৷

জ্যাক কালিস করলেন তাঁর ৩৯ তম সেঞ্চুরি৷ এর মধ্যে দিয়ে তিনি রিকি পন্টিং-এর সমপর্যায়ে এলেন৷ সামগ্রিক টেস্ট সেঞ্চুরির হিসেবে কালিস এবং পন্টিং এখন দ্বিতীয় স্থানে৷

ভারতের পেস বোলার শ্রীসান্থ দক্ষিণ আফ্রিকার ভিত কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছেন৷ আজ সকালে খেলা শুরু হয়েছে নতুন বল দিয়ে৷ এর আগে পর্যন্ত ৬ ওভারে ২০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা৷ নতুন বল মাঠে আসার পর রান নেওয়ার গতি শ্লথ হয়ে যায়৷

Rafael Nadal, Roger Federer
রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারছবি: AP

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান ১১১ দুই উইকেটের বিনিময়ে৷

টেনিস

কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে কাতার ওপেন ২০১১৷ ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট৷ রাফায়েল নাদাল, রজার ফেডেরার ছাড়াও প্রতিযোগিতায় রয়েছেন জো-উইলফ্রেড সোঙ্গা, নিকোলাই ডেভিডেঙ্গো সহ আরো অনেককেই৷ গত বছর রাফায়েল নাদাল এই কাপটি জিতেছিলন এবং রজার ফেডেরার দু'বার ২০০৫ এবং ২০০৬-এ দোহায় খেতাব জেতেন৷

ব্রিসবেনে চলছে ব্রিসবেন ইন্টারন্যাশনাল৷ টুর্নামেন্ট শুরু হয়েছে ২ তারিখ থেকে৷ চলবে ৯ তারিখ পর্যন্ত৷ খেলছেন এ্যান্ডি মারে, রবিন সোডারলিং সহ বেশ কিছু টেনিস তারকা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী