1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নগরীকে ঝুঁকিপূর্ণ করছে হাউজিং কোম্পানি

৬ জুন ২০১০

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ব্যাপকভাবে ঝুঁকিপূর্ণ করে তোলার পেছনে বেসরকারী হাউজিং কোম্পানিগুলো দায়ী করছেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/NjDs
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

পরিবেশবিদ ও আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ডয়চে ভেলেকে বলেন, তারা নীচু ও জলাভূমিতে দখল করে অপরিকল্পিতভাবে ভবন এবং স্থাপনা নির্মাণ করছে ৷ বুয়েটের গবেষনা অনুযায়ী এসব ভবনের পাইলিং মানসঙ্গত নয়৷ অর্থের বিনিময়ে তারা তাদের অবৈধ কাজকে বৈধ করে নিচ্ছে৷

নগর গবেষক ড. নজরুল ইসলাম খান বলেন, তারা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে মামলা করেও কাজ হয় না৷ কারণ হাউজিং কোম্পানিগুলোর প্রতিষ্ঠান রিহ্যাব নেতারা অনেকেই সংসদ সদস্য৷

এই পরিস্থিতি মোকাবিলায় আইন প্রয়োগে সর্বোচ্চ কর্তৃপক্ষকে দৃঢ়তা এবং রাজউকসহ সরকারী সংস্থাগুলোকে কার্যকর করার কথা বলেছেন এই দু'জন বিশ্লেষক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী