1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধূমপান বন্ধে নতুন আইন বাস্তবায়ন শুরু পোল্যান্ডে

১৫ নভেম্বর ২০১০

জনসমাগম হয় এমন জায়গায় ধূমপান বন্ধে নতুন আইন বাস্তবায়ন শুরু করল পোল্যান্ড৷ আজ সোমবার থেকে ধূমপায়ীদেরকে মেনে চলতে হবে ধূমপান সম্পর্কিত নতুন আইন৷

https://p.dw.com/p/Q8Ud
cigarett, Poland, Smoking, Ban, Law, Warsaw, ধূমপান, আইন, পোল্যান্ডে
বিদ্যালয়ে এমন আয়েশ করে আর ধূমপান করতে পারবেন না পোলিশরাছবি: dpa

পোল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সেখানকার প্রতি চার জনের একজন ধূমপান করে৷ ফলে সারাদেশে ধূমপায়ীর সংখ্যা প্রায় এক কোটি৷ দেশটিতে ধূমপান জনিত রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায় বছরে প্রায় ৪০ হাজার মানুষ৷

এই পরিস্থিতির উন্নতি সাধনে দেশটির সংসদে গত মার্চ মাসে অনুমোদিত হয় ধূমপান নিষিদ্ধকরণে নতুন আইন৷ আর তা বাস্তবায়ন শুরু হলো আজ থেকে৷ এই আইনের আওতায় হাসপাতাল, বিদ্যালয় এবং ক্রীড়া প্রতিষ্ঠানসমূহে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে৷ এমনকি সরাইখানা এবং নাইট ক্লাবগুলোতেও আলাদা একটি কক্ষে গিয়ে নিজেদের নেশা মেটাতে হবে ধূমপায়ীদের৷

কর্মক্ষেত্র, খাবার দোকান, বিশ্ববিদ্যালয় এবং ট্রেন স্টেশনেও ধূমপানের জন্য রাখা হচ্ছে আলাদা স্থান৷ এই আইন ভঙ্গ করলে একজন ধূমপায়ীকে গুণতে হবে স্থানীয় মুদ্রায় ৫০০ স্লটি, যা ১৭৪ ডলারের সমান৷ যেসব প্রতিষ্ঠান নিজেদের ভবনে ‘ধূমপান নিষিদ্ধ' সম্পর্কিত নির্দেশিকা ঝুলিয়ে রাখবে না তাদেরকে জরিমানা দিতে হবে সর্বোচ্চ দুই হাজার স্লটি৷

তবে নতুন আইন বাস্তবায়নে খুব বেশি কড়াকড়ি না করে বরং এটি মেনে চলার জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছে দেশটির সরকার৷ ওয়ার্শতে স্বাস্থ্য দপ্তরের উপ-পরিদর্শক ইয়ান ওর্গেলব্রান্ড বলেন, ‘‘আমরা এখনই কোন অভিযানে নামছি না৷'' বরং এক্ষেত্রে প্রথমত শিক্ষা প্রদানমূলক কর্মকাণ্ডের দিকেই বেশি জোর দেওয়া হবে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান