1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রুত বিচার আইনের মেয়াদ দুই বছর বাড়লো

৬ এপ্রিল ২০১০

মঙ্গলবার যে দুটি বিষয়কে গণমাধ্যমে বেশি গুরুত্ব দেয়া হয়েছে সেগুলো হলো দ্রুত বিচার আইনের মেয়াদ আবার বাড়ানো এবং এরশাদের সামরিক শাসনামল অবৈধ ঘোষণা করা নিয়ে রিট৷

https://p.dw.com/p/Mno8
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ালো হাসিনা সরকারছবি: Mustafiz Mamun

প্রায় সব পত্রিকাতেই এই দুই বিষয়ের খবর প্রথম পাতায় ছাপা হয়েছে৷ দ্রুত বিচার আইনের সময় বাড়ানো নিয়ে সমকালের প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের মন্তব্য প্রকাশিত হয়েছে৷ ব্যারিস্টার মওদুদ বলেছেন, মূলত রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এই আইনের মেয়াদ বাড়ানো হয়েছে৷ বিরোধী দলকে নির্যাতনের হাতিয়ার হিসেবে এই আইনটি ব্যবহার করা হবে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন৷ তিনি আরও বলেন, বিগত জোট সরকারের আমলে যখন এই আইনটি করা হয়, তখন আওয়ামী লীগ এটিকে কালো আইন বলে প্রত্যাখ্যান করেছিল৷ তবে বিরোধী দলের এ অভিযোগ নাকচ করে দিয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ইসলাম বলেন, এ রকম আশঙ্কার কোনো কারণ নেই৷ বিরোধী দলকে আশ্বস্ত করে তিনি বলেন, এই আইনের কোনো অপপ্রয়োগ হবে না৷

বিদ্যুৎ উৎপাদন ঝুঁকির মুখে

প্রথম আলো বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে যেখানে বলা হচ্ছে যে, বিদ্যুৎ উৎপাদন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে৷ কারিগরি ত্রুটির কারণে একের পর ইউনিট বন্ধ হতে শুরু করেছে৷ কয়েক দিন আগে বন্ধ হয়ে যাওয়া মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি এখনো চালু করা যায়নি৷ এর মধ্যে সোমবার বন্ধ হয়েছে ঘোড়াশাল কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতার ষষ্ঠ ইউনিট ও বাঘাবাড়ীতে বেসরকারি খাতের ওয়েস্টমন্ট পাওয়ার কোম্পানির ৪৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট৷

পুরান ঢাকায় পানির সংকট

ইত্তেফাক পুরান ঢাকার পানির সংকট নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে৷ অবশ্য পানির বিষয়টি পুরো ঢাকার জন্যই একটি বড় সমস্যা হলেও ইত্তেফাকের ঐ প্রতিবেদনে শুধু পুরান ঢাকার বিষয়টিই প্রাধান্য পেয়েছে৷ ওদিকে ডেইলি স্টারে গাছ কাটা নিয়ে একটি প্রতিবেদনে বেশ গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে৷ অরুণদা আপনি জানেন যে গাছ কাটা অবৈধ৷ তাই দুষ্কৃতিকারীরা গাছের মূলে লবন আর কপার সালফেট ছিটিয়ে দেয়৷ এতে তিন মাসের মধ্যে গাছ শুকিয়ে যায়৷ এরপর তারা গাছ কেটে নিয়ে যায়৷ অর্থাৎ এভাবে তারা গাছ কাটাকে বৈধ করে নিচ্ছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী