1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি পুরনো প্রতিদ্বন্দ্বীরা

২৭ জুন ২০১০

দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ মুখোমুখি পুরনো প্রতিদ্বন্দ্বী জার্মানি আর ইংল্যান্ড৷ওদিকে আর্জেন্টিনা বনাম মেক্সিকো৷ প্রত্যেকেরই স্মরণীয় ইতিহাস রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের৷ ফলে ফুটবল প্রেমীরা উত্তেজিত আজকের ম্যাচদুটি নিয়ে৷

https://p.dw.com/p/O4K7
উত্তেজনায় ফুটছে জার্মানি, প্রভাব পত্রপত্রিকাতেছবি: bild.de

১৯৬৬ সালে তৎকালীন পশ্চিম জার্মানিকে হারিয়েছিল ইংল্যান্ড ৪-২ গোলে৷ এই জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড ঘরে তোলে একমাত্র চ্যাম্পিয়নস ট্রফি৷ অবশ্য এই হারের প্রতিশোধ বেশ ভালোভাবেই নিয়েছে জার্মানরা৷ ৯০ এর সেমিফাইনালে পেনাল্টি গোলে হারায় তারা ইংল্যান্ডকে৷ আর ৯৬ এর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও একইভাবে জয় ছিনিয়ে আনে ডয়েচ লড়াকুরা৷ তাইতো একটু মজা করে বলা হয়, ফুটবলের জন্ম দিয়েছে ইংল্যান্ড, কিন্তু জয় করেছে জার্মানি৷

Screenshot WM 2010 England Deutschland Boulevard Flash-Galerie
আমাদের তরুণ ছেলেরা ছিঁড়ে ফেলবে ইংল্যন্ডকে...দাবি এই পত্রিকারছবি: bild.de

তবে এবারের আসরে দুই দলই স্বপ্ন দেখছে শিরোপা জয়ের৷ যদিও ইনজুরি সমস্যাতেও ভুগছে বেশ৷ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে যে, মাঠে থাকছেন না ইনজুরি সমস্যায় থাকা জার্মান স্ট্রাইকার কাকাও৷ এমনকি মিডফিল্ডার বাস্টিয়ান সোয়াইন্সটাইগার এবং ডিফেন্ডার জেরোমে বোয়াটেঙ'কে নিয়েও রয়েছে বেশ আশঙ্কা৷ তবে ইংল্যান্ডের সমস্যা অনেক বেশি মানসিক৷ কারণ আত্মবিশ্বাসের অভাব প্রকট৷ দু'টি ড্র এর পর স্লোভেনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে মাত্র একটি জয় মিলেছে এ পর্যন্ত এই বিশ্বকাপে৷

এদিকে, চার বছর আগের প্রতিশোধ নিতে চায় মেক্সিকো৷ কারণ জার্মানিতে গত বিশ্বকাপে অতিরিক্ত সময়ের ২-১ গোলে মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা৷ আর তাতেই সেই আসর থেকে বিদায় নিতে হয়েছিল মেক্সিক্যানদের৷ তবে জোহানেসবার্গের সকার সিটিতে মেক্সিকোর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত মারাদোনার ছেলেরাও৷ ১৯৮৬'র জয়ের ধারা বজায় রাখতে বদ্ধ পরিকর কোচ মারাদোনা৷ রবিবার তিনি বলেন, ‘‘সারাজীবনে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমি তা আমার ছেলেদের মধ্যে ঢেলে দিচ্ছি আন্তরিকভাবে৷''

প্রতিবেদন : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়