1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দেশের মালিক' নাকি ‘ইতর'!

২৩ ডিসেম্বর ২০১৩

সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কক্ষে রবিবার হঠাৎ করেই ঢুকে পড়েন এক ব্যক্তি৷ মন্ত্রী তখন অতিথির সঙ্গে আলোচনায় ব্যস্ত৷ সেখানে আচমকা হাজির হওয়া ব্যক্তি নিজের পরিচয় দেন ‘দেশের মালিক’ বলে৷ মুহিত বলছেন ভিন্ন কথা৷

https://p.dw.com/p/1AfIL
Bangladesch unterzeichnet Kredit mit der Islamischen Entwicklungsbank
ছবি: DW

বাংলাদেশে রবিবার সাড়া জাগিয়েছে অর্থমন্ত্রীর সঙ্গে ‘দেশের মালিকের' সাক্ষাতের খবর৷ গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর বাংলা ব্লগ, ফেসবুকে মন্তব্য করেছেন অনেকে৷ এই বিষয়ে সামহয়্যার ইন ব্লগে নুরুল আমিন ব্যাঙ্গাত্মক সুরে লিখেছেন, ‘‘২০১৩'র সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত মালিক যারা, সেই জনগণের কেউ নিজেকে দেশের মালিক দাবি করলে তাকে বলা হতো ‘পাগল৷' ...যারা দাবি করতো হরতালকারীরা নাড়াচাড়া করে আট তালা বিল্ডিং ফেলে দিচ্ছে, তাদের বলা হতো মন্ত্রী!''

এদিকে, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে ‘দেশের মালিক' নামে দুটি ফেসবুক পাতা খোলা হয়েছে৷ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রকাশ করা হচ্ছে এসব পাতা থেকে৷ নাহিদ নেওয়াজ হিরক ফেসবুক লিখেছেন, ‘‘ভাইরে, আমরাতো এই দেশের মালিক না৷ এটা মন্ত্রী, আমলাদের দেশ৷ আমাদের এই দেশে থাকতে দেয় তাই কতো৷ খালি ভোট আর ভ্যাটের সময়ই আমার (দেশ)৷''

শাহজাদ সমির ফেসবুকে লিখেছেন, ‘‘অর্থমন্ত্রী তারে ‘দেশের মালিক না' বলে নাই৷ বলছে, ‘ইতর৷' তাহলে তার দাবি অনুযায়ী উনি এখনো ‘দেশের মালিক৷''

‘দেশের মালিকের' উদ্দেশ্যে সমির লিখেছেন, ‘‘এই নোংরা রাজনীতি আমাদের সবাইকে তোর মতো ‘দেশের মালিক' বানাইছে৷''

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ‘‘দেশের মালিকের'' বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি তার স্বভাবসুলভ বিরক্তি প্রকাশ করে বলেন, ‘‘ওকে আমি চিনি না৷ ও একটা ইতর৷'' বর্তমানে ‘দেশের মালিককে' মানসিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য