1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা খর্ব নিয়ে বিতর্ক

২৫ জানুয়ারি ২০১১

আইনের সংশোধনী দুর্নীতি দমন কমিশনকে দুর্বল করবে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান৷ তবে আইনমন্ত্রী মনে করেন, এই সংশোধনী কমিশনকে দুর্বল নয়, আরো শক্তিশালী করবে৷

https://p.dw.com/p/102NK
Barrister, Shafiq, Ahmed, Law, minister, Bangladesh, Government, দুর্নীতি, গোলাম, রহমান, ঢাকা, আইন, সংসদ, সরকার, বাংলাদেশ,
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

মন্ত্রিসভায় দুর্নীতি দমন কমিশনের আইনের যে সংশোধনী অনুমোদন হয়েছে, তাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারের পূর্বানুমতি ছাড়া মামলা করা যাবে না৷ তবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যদি কোন কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হতে কোন অপরাধ বা দুর্নীতি করেন, তাহলে মামলা করতে অনুমতি লাগবে না৷ কিন্তু সরল বিশ্বাসে রাষ্ট্রের কাজ করতে গিয়ে কোন অপরাধ করে ফেললে মামলা করতে সরকারের অনুমতি লাগবে৷ তিনি বলেন, এতে কমিশন দুর্বল হবে না, বরং আরো শক্তিশালী হবে৷

তবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, এই সংশোধনীর মাধ্যমে কমিশনের স্বাধীনতা খর্ব হবে৷ কমিশন কাউকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করবে, অথচ সরকার তাকে দুর্নীতিবাজ মনে করে না৷ এব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত৷

তিনি বলেন, স্বাধীন দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ করে বা কমিশনকে দুর্বল করে এমন কোন আইন জাতীয় সংসদ পাশ করবে বলে তিনি বিশ্বাস করেন না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য