1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির অভিযোগে কমনওয়েলথ গেমস’এর শীর্ষ কর্মকর্তাকে জেরা

৫ জানুয়ারি ২০১১

নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির প্রধান সুরেশ কালমাডিকে আজ আর্থিক অনিয়ম ও অব্যবস্থার অভিযোগে জেরা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা৷ গত অক্টোবরে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা৷

https://p.dw.com/p/ztsW
NEW DELHI, Member, Parliament, Commonwealth, Games, Delhi, 2010, Chairman, Suresh, Kalmadi, Parliament, House, নতুনদিল্লি, কমনওয়েলথ, গেমস, ব্যবস্থাপনা, কমিটি, প্রধান, সুরেশ, কালমাডি
নতুনদিল্লি কমনওয়েলথ গেমস-এর ব্যবস্থাপনা কমিটির প্রধান সুরেশ কালমাডিছবি: UNI

নতুনদিল্লি কমনওয়েলথ গেমসকে ঘিরে আর্থিক কেলেঙ্কারি এবং ব্যবস্থাপনায় নানা ত্রুটি বিচ্যুতির যেসব অভিযোগ উঠেছে আজ গেমস-এর ব্যবস্থাপনা কমিটির প্রধান সুরেশ কালমাডিকে সেবিষয়ে জেরা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই৷ যেসব অভিযোগ নিয়ে তাঁকে জেরা করা হয়, তার মধ্যে আছে, লন্ডনে কুইন ব্যাটন রিলের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যয়ে আর্থিক অনিয়ম, কমনওয়েলথ গেমসের বরাদ্দ অর্থ অন্য কাজে ব্যয়, ট্রেডমিলের মত অন্যান্য ক্রীড়া সাজসরঞ্জাম কেনা হয় বাজার দামের চেয়ে বেশি দামে, স্পোর্টস টাইমিংস-এর বরাত দেয়া হয় ওমেগা সুইস কোম্পানিকে অন্যান্য কোম্পানির দামের চেয়ে বেশি দামে৷ এরসঙ্গে ঘুষ দেবার প্রশ্নও জড়িত৷ এছাড়া আছে এএম ফিল্মস-এর তথ্যাদি যাচাই না করে ঐ ব্রিটিশ সংস্থাকে ১ লক্ষ ৪৬ হাজার পাউন্ডের কনট্র্যাক্ট দেয়া ইত্যাদি৷

কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের অভিযোগ, হিসেবে ১৮০ কোটি ডলারের গরমিল আছে৷ গেমস সংক্রান্ত নির্মাণ কাজে নিম্নমানের মালমশলা ব্যবহার করা হয়েছিল৷ এইসব কেলেঙ্কারির ফলে গেমস-এর বাজেট বেড়ে যায় ৬০০ কোটি টাকার মত৷ সরকারকে প্রচুর টাকা লোকসান দিতে হয়৷

গেমস শেষ হবার আড়াই মাস বাদে কালমাডির দিল্লি, পুণে ও মুম্বই বাসভবনে হানা দিয়ে সিবিআই অনেক আপত্তিকর কাগজপত্র ও তথ্যউপাত্ত আটক করে৷ কালমাডির তিনজন সহকর্মীকেও জেরা করা হয়৷ বিভিন্ন মহলে এই বলে সমালোচনা হয় যে সিবিআই কালমাডির বাড়ি থেকে কাগজপত্র আটক করতে যথেষ্ট দেরি করেছে৷

৬৬ বছর বয়সি ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন পাইলট সুরেশ কালমাডি এই বলে নিজের সাফাই গেয়েছেন যে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ৷ বিষয়টির রাজনৈতিক স্পর্শকাতরতা আছে৷ কারণ কালমাডি শাসক দল কংগ্রেসের একজন কর্মকর্তা৷ শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর ওঠা-বসা৷ দুর্নীতির অভিযোগে তাঁকে পদত্যাগ করতে হয়, যেহেতু কংগ্রেসকে এখন লড়াই করতে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক