দুর্গাপূজোর শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 12.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

দুর্গাপূজোর শুভেচ্ছা

শারদীয় দুর্গাপূজো উপলক্ষে ডয়চে ভেলের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷চৈতালী ও সিদ্ধার্থ সরকার, মুর্শিদাবাদ, ভারত৷

হেল্থলাইন শুনলাম, আল্সহাইমার রোগ নিয়ে পরিবেশনাটি আশাকরি অনেকের উপকারে আসবে৷ ৬০ বছর পর মানুষের মস্তিষ্ক সংকোচন হয়ে যাওয়ার কারণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা পেলাম৷ কানন রানী টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

শর্টওয়েভ থেকে ডয়চে ভেলের বিদায় কিছুতেই মেনে নিতে পারছিনা৷ কোনকিছুই ভালো লাগছেনা৷ আমরা এখন কাদের নিয়ে থাকবো ? রোজ ইন্টারনেটে আপনাদের অনুষ্ঠান শোনার উপায় নেই তাই বিদায়৷ স্বপন চক্রবর্তী, কলকাতা, ভারত৷

অনগ্রহকরে শর্টওয়েভ বন্ধ করবেন না ! ডাক্তার হেমন্ত কুমার, ভাগলপুর, ভারত৷

অনুষ্ঠান খুব ভালো লাগে৷ একটি এসএমএস পাঠিয়ে কোন জবাব পাইনি তাই জানতে চাইছি উত্তর পাবার কি আর কোন উপায় আছে ? সায়মন আহমেদ সুমন, গঙ্গাছড়া, রংপুর, বাংলাদেশ৷

শুভ দুর্গা পুজা উপলক্ষে ডয়চে ভেলের সবাইকে জানাই আন্তরিক প্রিতি ও শুভেচ্ছা৷ অশুভ শক্তির বিনাসে শুভ শক্তির আগমনে সমগ্র বিশ্বের কল্যাণ হোক-এই কামনায়, বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

শারদীয় দুর্গাপূজো উপলক্ষে ডয়চে ভেলের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷চৈতালী ও সিদ্ধার্থ সরকার, মুর্শিদাবাদষ ভারত৷

দুর্গাপুজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা৷ বিএমফয়সাল আহমেদ, সুলতানশাহী, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

ধাঁধার উত্তর কোন নম্বরে পাঠাতে হবে বলবেন কি ? এসএমএস-এ, নাম ঠিকানা নেই৷

প্রথমেই জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা৷ শুভদিনে আমাদের হাতে এলো আপনাদের পাঠানো আইপডটি, ধন্যবাদ৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, সাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

আমি ডয়চে ভেলের খুব কাছের শ্রোতা৷ আমি আমার মোবাইল থেকে একটা sms করলাম, যদি আপনাদের কাছে পৌঁছায় এবং প্রাপ্তিস্বীকার করেন তাহলে আবার লিখবো৷ এমএইচ স্বাধীন, খুলনা, বাংলাদেশ৷