1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দু'মিনিট ইন্টারনেট বিরতির খেলা

৮ ফেব্রুয়ারি ২০১১

আচ্ছা, দুই মিনিট কত সময়? সম্ভবত একটা ডিম ভাজি করার জন্য এই সময় যথেষ্ট কিংবা দাবার ছকে একটি চাল দিতেও দুমিনিট অনেক সময়৷ কিন্তু ব্লগিং, ফেসবুক আর টুইটারের যুগে দুই মিনিট কিছু না করে বসে থাকা কি সম্ভব?

https://p.dw.com/p/10Brg
Computer, Monitor, CD, Internet, Technik , Laptop, দু'মিনিট, ইন্টারনেট, বিরতি, খেলা, ব্লগিং, ফেসবুক, টুইটার, ডুনাথিং, টু মিনিটস, ডটকম
ছবি: dpa

বিশেষ করে যখন আপনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন, তখন কি কিছু না করে দু'মিনিট কাটিয়ে দিতে পারবেন? বলে বসতে পারেন, এটা এমন কোন ব্যাপার নাকি! ঢাকার যানজটে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দিতে পারি, আর কম্পিউটারের সামনে মাত্র দু'মিনিট? এটা কোন ব্যাপারই না৷

আপনার ধৈর্য্যের এই পরীক্ষা নিতেই ইন্টারনেটে হাজির এক ওয়েবসাইট৷ যার মোদ্দা কথা হচ্ছে, দুমিনিট কিছুই করো না৷ ঠিকানা: ডুনাথিং ফর টু মিনিটস ডটকম৷

গর্জন শোনো

এই সাইটে প্রবেশ করলে চোখের সামনে ভেসে উঠবে অথৈ সাগরের উড়ে বেড়ানো পাখির ছবি৷ সঙ্গে হালকা করে সমুদ্রের গর্জন৷ আরেকটি বার্তা যোগ করা আছে প্রথম পাতায়, শান্ত হয়ে বসো আর সমুদ্রের গর্জন শোনো৷ কোনভাবেই মাউস কিংবা কি-বোর্ডের হাত দিওনা৷

২ মিনিট

এরপর সাইটটির ঠিক মাঝখানে স্বয়ংক্রিয়ভাবে সময় গণনা শুরু হবে৷ এক মিনিট ৫০ সেকেন্ড, এক মিনিট ৪০ সেকেন্ড, এক মিনিট…৷ যদি এরমধ্যে ভুল করেও মাউস বা কি-বোর্ডে হাত লাগান আপনি, বন্ধ হয়ে যাবে সময় গণনা আর পর্দায় ভেসে উঠবে, ‘ফেলড' মানে ব্যর্থ আপনি৷ আবারও সময় গণনা শুরু হবে, এবার যদি সাফল্য আসলে তাহলে, না… আমি বলবো না, নিজেই চেষ্টা করে দেখুন৷

ব্যাপক আলোচনা

ডু নাথিং ফর টু মিনিটস নিয়ে গত দুসপ্তাহ ধরে ফেসবুক টুইটারে বেশ আলোচনা দেখা যাচ্ছে৷ সাইটটির নির্মাতা হচ্ছেন অ্যালেক্স টিউ৷ চিনতে পারছেন তাঁকে? ঐ যে, ২০০৫ সালে মিলিয়ন ডলার হোমপেজ নিয়ে হাজির হয়েছিলেন যে ব্যক্তি, ইনিই সেই অ্যালেক্স৷সেসময় মিলিয়ন ডলার হোমপেজ বেশ আলোড়ন তুলেছিল৷

অ্যালেক্স এই সাইটের প্রতিটি পিক্সেল এক ডলার করে দামে বিক্রির ঘোষণা দিয়েছিলেন৷ মাত্র চারমাসে বিজ্ঞাপনে ভরে যায় সেই সাইট, আর অ্যালেক্সের পকেটে জমা হয় দশ লাখ মার্কিন ডলার!

Symbolbild China Internet Internetcafe lan party zensur
পারবেন না কি দু’মিনিট ইন্টারনেট বিরতির খেলা খেলতে?ছবি: AP

উদ্দেশ্য বিশ্রাম

এবার আর পয়সা কামানোর ধান্দায় নেই অ্যালেক্স৷ বরং ‘ডু নাথিং' সাইটটি সম্পর্কে তাঁর বয়ান হচ্ছে, ইন্টারনেট নামক অবাধ তথ্য ভাণ্ডারের কারণে মানুষের প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ এর একটা মন্দ দিকও আছে৷ তাহলো সবাই তথ্যের অতিরিক্ত ভারে ন্যুব্জ হয়ে যাচ্ছে৷

তিনি বলেন, আমি পড়েছি যে, ইন্টারনেট মানুষের মস্তিষ্কের কর্মপ্রক্রিয়াতেও পরিবর্তন ঘটাচ্ছে৷ কেননা আমরা যখন ই-মেল, ফেসবুক বা টুইটারে প্রবেশ করে, তখন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটে৷ অ্যালেক্সের মতে, মস্তিষ্ক উৎপাদনশীল রাখতে খানিকটা বিশ্রামও দরকার৷

এত সহজ নয়!

এদিকে, সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে, ২২ শতাংশ মানুষ কম্পিউটারের সামনে দু'মিনিট কিছু না করে বসে থাকতে অক্ষম৷ অ্যালেক্স টুইটারের মাধ্যমেও জানিয়েছেন, গড়ে একজন মানুষ ৫৮ সেকেন্ড পর্যন্ত কিছু না করে বসে থাকতে পারেন৷ তাই সবার প্রতি তার আহ্বান, চেষ্টা করো, আরো ভালো ফলাফল সম্ভব৷

ডু নাথিং ফর টু মিনিটস সাইটটির জনপ্রিয়তা কিন্তু তরতরিয়ে বাড়ছে৷ ফেসবুকে সাইটটিকে পছন্দ করেছেন সাড়ে তিন লাখ মানুষ৷ অ্যালেক্সের মতে, এভাবেই সামাজিক যোগাযোগের নানা টুলস তথ্য প্রবাহের গতি বাড়িয়ে দিচ্ছে৷ বিশেষত গত কয়েক বছরের তুলনায় বর্তমানে ইন্টারনেট অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে ফেসবুক, টুইটারের কল্যাণেই৷ অ্যালেক্সের তাই আক্ষেপ, ‘‘আমি যদি মিলিয়ন ডলার হোমপেজ এখন বানাতাম, তাহলে মিলেয়নেয়ার বা কোটিপতি হতে ৪ মাস লাগতো না, ৪ সপ্তাহই যথেষ্ট হত৷''

সে যাই হোক, মাঝে মাঝে নিজের মস্তিষ্ককে বিশ্রাম দিতে দু'মিনিট সমুদ্রের গর্জন শোনা কিন্তু মন্দ নয়৷ তাই, ঢু মারুন ডু নাথিং ফর টু মিনিটস ডটকম ঠিকানায়৷ মেতে উঠুন ইন্টারনেট বিরতির খেলায়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন