1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুনিয়াটা চিড়িয়াখানা, চিড়িয়াখানার দুনিয়া

২৮ মার্চ ২০১০

জিরাফের গুঁতো খেয়ে চিড়িয়াখানার কর্মী আহত৷ ইনকিউবেটরে ডিম থেকে ২৫টি কমোডো ড্র্যাগনের জন্ম৷ অথবা কোনো হস্তি শাবকের নাম যখন ‘পা-ঘষা' থেকে বদলে ‘মিরাকল' রাখা হয়৷

https://p.dw.com/p/Mg55
প্রাগৈতিহাসিকছবি: AP

সবই চিড়িয়াখানার কাহিনী৷ শুরু করা যাক মার্কিন মুলুকের রোড আইল্যান্ডের রজার উইলিয়াম্স পার্ক জু দিয়ে৷ সেখানকারই এক ২০ বছর বয়সী জিরাফের নাম গ্রিফি, উচ্চতা ১৮ ফুট৷ সেই গ্রিফি'র খাঁচা পরিষ্কার করতে এসেছিল তার রক্ষক এক মহিলা৷ গ্রিফি তাকে জিরাফি কায়দায় লম্বা গলা দুলিয়ে মাথা দিয়ে একটা ধাক্কা মারে৷ সে ধাক্কাও আবার মহিলার মাথায় - ঐ জিরাফরা যেমন খেলার ছলে করে থাকে আরকি৷ কিন্তু রক্ষক তো আর জিরাফ নন৷ জ্ঞান হারাননি বটে, তবে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে৷

Giraffe im Tierpark Hagenbeck in Hamburg
গুঁতোর নাম বাবাজীবনছবি: picture alliance/dpa

ডাইনোসরদের প্রজাতি

ইন্দোনেশিয়ার কমোডো ড্র্যাগনদের নাম কে না শুনেছে৷ পূর্ব জাভার সুরাবাইয়া জু'তে পশু চিকিৎসক রহমত সুহার্ত'র কি আনন্দ৷ তিনটি দৈত্যাকৃতি মহিলা কমোডো ড্র্যাগন আট মাস আগে যে সব ডিম পেড়েছিল, গত সপ্তাহে সেই সব ডিম ফুটে ২৫টি ছোট কমোডো ড্র্যাগন বেরিয়েছে৷ আগামী সপ্তাহে নাকি আরো ১১টি বেরবে৷ ছানা কমোডো'দের ওজন ৮০ থেকে ১২০ গ্রাম৷ কিন্তু বড় হলে তারাই ১০ ফুট অবধি লম্বা এবং ওজনে ৭০ কিলোগ্রাম হতে পারে৷ তারা সর্বভূক এবং তাদের লালায় যে বিষ থাকে, তা'তে কামড়ের চাইতে বেশী সংক্রমণের ভয়৷ কিন্তু এই প্রাগৈতিহাসিক জীবটিকে দেখে ডাইনোসরদের কথা ভাববে না, এমন মানুষ নেই৷ ওদিকে তারা বিপন্ন প্রাণীদের তালিকায় পড়ে৷ তাই সুরাবাইয়া জু'তে আনন্দের জোয়ার৷

BdT Deutschland Zoo Berlin Elefantenbaby
জীবনের ‘মিরাকল’ছবি: AP

অলৌকিক

অস্ট্রেলিয়ার সিডনি'র টারোঙ্গা জু৷ সেখানে পর্নটিপ নামে এক থাই হস্তিনীকে আনা হয়েছিল একটি হস্তি প্রজনন কর্মসূচীর অঙ্গ হিসেবে৷ টারোঙ্গা জু'র ডাক্তারদের ধারণা হয়েছিল যে শাবকটি মায়ের পেটেই মারা গেছে৷ তাঁদের সে ভুল ভাঙে যখন মার্চের গোড়ায় একটা জলজ্যান্ত হস্তিশাবক জন্ম নেয়৷ সে আবার প্রথমে বুড়ো মানুষদের মতো মায়ের পিছনে পা ঘষটে ঘষটে চলত৷ তাই থেকে তার নাম হয় ‘মিস্টার শাফল্স'৷ তারপর সাতটি থাই নামের মধ্যে প্রতিযোগিতা করে তার একটি ভালো নাম বাছা হয়৷ যে নামটি ৪৭ শতাংশ ভোট পেয়ে জেতে, সেটি হল ‘পথি হার্ন', থাই ভাষায় যার অর্থ ‘মিরাকল' বা অলৌকিক ঘটনা৷ নামকরণ অনুষ্ঠানে থাই কনসাল জেনারেল বলেন: এ' যেন মৃত্যুর সম্ভাবনাকে স্মরণে রেখেও জীবনের সৌন্দর্য৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন