1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই সন্তানসহ গৃহবধুর মৃত্যু নিয়ে সন্দেহ

২০ জুন ২০১০

ঢাকায় দুই সন্তানসহ এক গৃহবধুর মৃত্যু নিয়ে সন্দেহ বাড়ছে৷ এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করা যায়নি৷ অন্যদিকে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে সংঘর্ষে বুয়েট বন্ধ৷ রয়েছে, বিনামূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণের খবর৷

https://p.dw.com/p/Nxiq
ফাইল ফটোছবি: BilderBox

সন্তানসহ গৃহবধু হত্যা, না আত্মহত্যা?

রবিবারের সংবাদপত্রগুলোতে ঢাকার জুরাইনে দুই সন্তানসহ এক গৃহবধুর মৃত্যু নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে৷ দিন কয়েক আগে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷ কিন্তু এই তিনজনকে হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে৷ মৃতদের গাড়ির চালক গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, তিনজন পানিতে ঘুমের বড়ি মিশিয়ে তা পান করেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাকসহ আরো কয়েকটি দৈনিক এই খবর প্রকাশ করেছে৷ তবে, গাড়ির চালক সত্য বলছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে৷

বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিশ্বকাপ খেলা দেখতে ছুটির দাবি নিয়ে সংঘর্ষে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট৷ এই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা'৷ বিশ্বকাপ শুরুর পর থেকে ক্লাস বন্ধ রাখার দাবি নিয়ে আন্দোলন করছিল বুয়েটের একদল শিক্ষার্থী৷ কিন্তু শনিবার আরেকদল শিক্ষার্থী ক্লাস করার পক্ষে অবস্থান নিলে শুরু হয় সংঘর্ষ৷ এতে আহত হয় কমপক্ষে ৫ শিক্ষার্থী৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ বুয়েট বন্ধ ঘোষণা করে এবং সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে চলে যাবার নির্দেশ দেয়৷

বিনামূল্যে সিএফএল বাল্ব

বিদ্যুৎ সঙ্কট মোকাবিলায় ঢাকাসহ ২৭টি জেলায় বিনামূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল বাল্ব বিতরণ শুরু করেছে বাংলাদেশ সরকার৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এই খবর৷ প্রথম পর্যায়ে ৫৫ লাখ সিএফএল বাল্ব বিতরণ করা হয়৷ এর মধ্য শনিবার ঢাকায় ডিপিডিসি বিতরণ করে আট লাখ ৪৭ হাজার বাল্ব৷ আর ডেসকো বিতরণ করে ৪ লাখ ২৯ হাজার বাল্ব৷ আরো কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়