1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির ‘পরিবর্তিত' মনোভাবের বার্তা নিয়ে ঢাকা যাচ্ছেন প্রণব

৭ আগস্ট ২০১০

প্রণব মুখার্জি এর আগেও ঢাকায় গেছেন৷ তবে অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম৷ তাইতো সব পত্রিকার প্রথম পাতাতেই তাঁর ছবি সহ খবর ছাপানো হয়েছে৷ ঢাকায় তিনি মাত্র চার ঘন্টা থাকবেন৷

https://p.dw.com/p/OeMl
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জিছবি: UNI

এই সংক্ষিপ্ত সময়ে তিনি কী কী করবেন, কার কার সঙ্গে তাঁর বৈঠক হবে এসব বিষয়ের খুঁটিনাটি রয়েছে ঢাকার পত্রপত্রিকাগুলোতে৷ তবে ভারতের গণমাধ্যমে এ সফরকে কেমনভাবে দেখা হচ্ছে তা জানিয়েছে কালের কন্ঠ৷ প্রণব মুখার্জি বাংলাদেশের প্রতি নতুনদিল্লির ‘পরিবর্তিত' মনোভাবের বার্তা নিয়ে আসছেন, এমনটাই বলছে ভারতের পত্রপত্রিকা৷ এছাড়া কালের কন্ঠে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদের একটি বিশেষ কলাম ছাপা হয়েছে৷ সেখানে তিনি বলেছেন, এই সফরের ফলে বাংলাদেশ সম্পর্কে ভারতের ধারণা আরও স্বচ্ছ হবে৷ এদিকে প্রণব মুখার্জির সফরের সময় একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে৷ বিএনপি এই চুক্তি সই না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷ সব পত্রিকায় এই বিষয়টিও গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে৷

রোজায় দ্রব্যমূল্য

প্রথম আলো রোজার দ্রব্যমূল্যের অবস্থা কেমন হতে পারে তা নিয়ে তাদের শীর্ষ প্রতিবেদন ছেপেছে৷ সেখানে বলা হচ্ছে যে, বাজারে পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে৷ দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই, বলে মনে করছেন ব্যবসায়ীরা৷ কিন্তু তারপরও দ্রব্যমূল্য নিয়ে সবার মনেই নানা শঙ্কা বলে জানাচ্ছে পত্রিকাটি৷ এছাড়া প্রতিবার রোজার শুরুতেই পণ্যের দাম বাড়লেও এবার আগে থেকেই দাম বেড়ে আছে৷ আর কয়েকটি বাজার ঘুরে পাইকারি ও খুচরা মূল্যের মধ্যে অনেক ব্যবধান পেয়েছে প্রথম আলো৷ এদিকে কালের কন্ঠ পণ্যের মূল্য কম রাখতে সরকারের শুল্কছাড় ব্যবস্থা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে৷ সেখানে বলা হচ্ছে, এই ব্যবস্থার কারণে লাভ হচ্ছে শুধু ব্যবসায়ীদের, ক্রেতাদের নয়৷ আর ক্ষতি হচ্ছে সরকারের৷

তৈরি পোশাক খাত

এই খাতে আন্দোলন থেমে গেছে৷ এখন চলছে গ্রেপ্তার পর্ব৷ আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে ব়্যাব৷ পত্রিকাগুলোত আজ এ খবরই ছাপা হয়েছে৷ ইত্তেফাক এটা নিয়ে আজ তাদের প্রধান প্রতিবেদন ছেপেছে৷ শিরোনাম ‘গার্মেন্টস অশান্ত করছে বহিরাগত চক্র'৷ অর্থাৎ এই খাতকে অশান্ত করার পেছনে যারা রয়েছেন তাদের কেউ ফুটপাতের হকার, আবার কেউবা সাবেক পোশাক শ্রমিক৷ সর্বশেষ যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ‘ছদ্মবেশী' পোশাক শ্রমিক বলে জানাচ্ছে ইত্তেফাক৷ এছাড়া এখন পর্যন্ত যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই ফুটপাতে হকারি করে বলে জানিয়েছেন এক ব়্যাব কর্মকর্তা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম