1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দারিদ্র দূরীকরণের আহ্বান জানালেন হাসিনা

১৬ আগস্ট ২০১০

শোক দিবস পালন, সারাদেশে গাড়ি চলার খবর আর দাবি আদায়ে প্রয়োজনে উপজেলা কর্মকর্তাদের একজোটে পদত্যাগের হুমকি৷ সোমবারের সংবাদপত্রের প্রধান খবর এরকমই৷

https://p.dw.com/p/OoLv
শোক দিবস,বেআইনি,পদত্যাগ,Hasina,Mujibur Rehman,মুজিবুর রহমান,দেশ,স্বপ্ন,শাহাদাতবার্ষিকী, উপজেলা,Bangladesh,Auto,Car,Illegal
শেখ হাসিনা (ফাইল ছবি)ছবি: DW

শোক দিবস পালনের খবর কোথায় কেমন

কালের কন্ঠ, ভোরের কাগজ, ইত্তেফাক থেকে শুরু করে সবকটি সংবাদপত্রের অন্যতম শিরোনাম আজ এই শোকদিবস এবং সেই উপলক্ষে দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান৷ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দেশকে দারিদ্র্যমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বঙ্গবন্ধুর ৩৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী৷ পরে তিনি দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বলেন, দারিদ্র্য বিমোচনে জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনকে আরো আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে৷ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০ জন দুস্থ ও অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন৷ হেলিকপ্টার যোগে সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় উড়ে যান প্রধানমন্ত্রী৷ সকাল সোয়া ১০টায় তিনি তাঁর পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ এরপর প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে কাছে ডেকে নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন৷ শেখ হাসিনা এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক রুমে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন, শাড়ি তুলে দেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে কিছুক্ষণ সময় কাটান৷

বেআইনি গাড়ির সংখ্যা বাড়ছে দেশজুড়ে

‘অনটেস্ট' আর ‘এএফআর' বা অ্যাপ্লায়েড ফর রেজিস্ট্রেশন - এই দু'ধরণের বোর্ড লাগিয়ে হাজার হাজার গাড়ি চলছে দেশজুড়ে৷ খবরটিকে শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক৷ বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি হিসেবে শুধুমাত্র রাজধানী ঢাকায় এরকম গাড়ির সংখ্যা লক্ষাধিক৷ বছরের পর বছর এধরণের গাড়িগুলি বেআইনিভাবে পথে চলাফেরা করছে৷ অনেকসময় অপরাধমূলক কাজকর্মের জন্যও ব্যবহৃত হচ্ছে এইসব নম্বরবিহীন গাড়ি৷ পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনই এই ধরণের দুর্নীতি বেশি করছে বলে জানিয়েছে ইত্তেফাক৷

উপজেলা চেয়ারম্যানরা কঠোর আন্দোলনের পথে

আইন অনুযায়ী ক্ষমতায়ন না হলে উপজেলা পদ্ধতি বিলুপ্তির দাবি তোলা হবে, বলেছেন একাধিক উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান৷ দৈনিক কালের কন্ঠের প্রধান প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তাঁদের অনেকেই বলেছেন ‘অনির্বাচিত প্রশাসন তথা আমলাদের জাঁতাকলে কোনো নির্বাচিত জনপ্রশাসন চলতে পারে না৷ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অহেতুক খবরদারি থেকে মুক্তি, তা না হলে একযোগে পদত্যাগ৷' এই দাবিতে একাট্টা হচ্ছেন দেশের ৪৮২টি উপজেলা পরিষদের এক হাজার ৪৪৩ জন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান৷ প্রাথমিকভাবে উপজেলার নির্বাচিত প্রতিনিধিরা পরিষদকে কার্যকর করতে ৩৮ দফা দাবিনামা সহ সরকারকে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন৷ এর মধ্যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া না হলে ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের দাবির প্রতি জনসমর্থন আদায়ে তাঁরা জেলা-উপজেলায় গণসংযোগ করবেন৷ তারপর রয়েছে আরও বিশদ আন্দোলনের হুমকি৷

সংকলন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম