1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ড্র্যাগ কুইন’-এর ইউরোভিশন জয়

১১ মে ২০১৪

একজন অস্ট্রীয় দাড়িওয়ালা ‘ড্র্যাগ কুইন’ ইউরোভিশন ২০১৪ জয় করেছেন৷ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত এই আয়োজনে ২৬ জন শিল্পী অংশ নেন৷

https://p.dw.com/p/1BxrN
Conchita Wurst ESC GewinnerIn 2014
ছবি: EBU

অস্ট্রিয়ার শিল্পী টোমাস নয়ভির্ট-এর (ডাকনাম টম) মঞ্চের নাম কনচিটা ভুয়র্স্ট৷ শনিবার রাতে মঞ্চে তাঁর পরিবেশনা পাগল করেছে ইউরোভিশনের অসংখ্য দর্শককে৷ ২৫ বছর বয়সি এই শিল্পী নিজের মধ্যে মেয়েলিপনা ফুটিয়ে তুলেছেন ব্যতিক্রমীভাবে৷ ‘ড্র্যাগ কুইন' বলতে আসলে সেটাই বোঝায়৷ লম্বা চুলের সঙ্গে সুন্দরভাবে কাটা দাড়ির চমৎকার মিশ্রণ ঘটান ভুয়র্স্ট৷ আর মঞ্চে পরিবেশন করেন ‘রাইজ লাইক এ ফনিক্স' গানটি৷

ইউরোভিশন পুরস্কার গ্রহণের সময় আবেগআপ্লুত ভুয়র্স্ট বলেন, ‘‘শান্তি এবং স্বাধীনতার ভবিষ্যতে বিশ্বাসীদের প্রতি এই অর্জন উৎসর্গ করছি৷'' তিনি ভোটাভুটিতে ২৯০ পয়েন্ট অর্জন করেন৷ দ্বিতীয় অবস্থানে থাকা নেদারল্যান্ডসের শিল্পী অর্জন করেন ২৩৮ পয়েন্ট আর সুইডেনের শিল্পীর পক্ষে ছিল ২১৮ পয়েন্ট৷ জার্মানির শিল্পী এলাইজা তাঁর ‘ইজ ইট রাইট' গানটি পরিবেশনা করে প্রতিযোগিতার ১৮তম স্থান দখল করেন৷

ভুয়র্স্টের জয়ের মাধ্যমে দ্বিতীয়বার ইউরোভিশন জয় করলো অস্ট্রিয়া৷ এর আগে ১৯৬৬ সালে প্রথম ইউরোভিশন জয় করে সেদেশ৷

বলাবাহুল্য, ১৯৫৬ সালে শুরু হওয়া ইউরোভিশন শুধু এক সংগীত প্রতিযোগিতাই নয়, এর রাজনৈতিক গুরুত্বও রয়েছে৷ ইউক্রেন নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে চলতি বছরের আয়োজনে৷ রাশিয়ার প্রতিযোগীকে যেসব দেশ সমর্থন করেছে তাদের নিয়ে বিদ্রুপ করেছে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা৷

উল্লেখ্য, ইউরোভিশনের ৫৯তম আয়োজনে অংশ নেন ৩৭টি দেশের প্রতিযোগীরা৷ তবে চূড়ান্ত আসরে লড়াইয়ে সুযোগ পান ২৬ জন প্রতিযোগী, যাদের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন এবং আয়োজক দেশের প্রতিযোগী নিয়ম অনুযায়ী সরাসরি ফাইনালে অংশ নেন৷ গোটা বিশ্বের ১৭০ মিলিয়ন মানুষ শনিবার রাতে টেলিভিশনে সরাসরি এই অনুষ্ঠান দেখেছেন৷

এআই জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য