1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাঁত দিয়ে নখ কাটা দূর করতে প্রয়োজন বাবা-মার সাহায্য

২৩ মে ২০১১

একঘেয়েমি কাটাতে বা চাপের মুখে নিজের অজান্তেই একটি আঙুল মুখের ভেতর দেওয়া৷ তারপর যথারীতি নখ কামড়ানো৷ শিশুদের মধ্যেই দেখা যায় এই বদভ্যাসটি৷ কিন্তু তার প্রতিকার কি?

https://p.dw.com/p/11LnX
বাবা-মার সাহায্য শিশুদের জন্য আবশ্যকছবি: Fotolia/Friday

জার্মানির শ্মালেনব্যার্গ শহরের বিশেষজ্ঞ ক্লাউস ফিশার বলেন, সাধারণত একেবারে শিশু বয়সে কিংবা যে বয়সে বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে সেই বয়স থেকে শুরু হয় দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস৷ আর এই অভ্যাস দূর করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বাবা-মা'র সহযোগিতা৷

বদঅভ্যাস হিসেবে প্রথমে এর শুরু হলেও ভবিষ্যতে এটি তার নিত্যদিনের আচরণে পরিণত হয়, যা বিভিন্ন ধরণের মন্দ পরিস্থিতির সৃষ্টি করে৷ দাঁত দিয়ে নখ কাটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ‘ওনিকোফ্যাজিয়া'৷ শব্দটি গ্রিক শব্দ ‘ওনিকো' এবং ‘ফ্যাজিয়া' শব্দদুটোর মিলনে তৈরি৷ আর ‘ওনিকো' এসেছে ‘ওনিক্স' থেকে যার অর্থ আঙুল এবং ‘ফ্যাজিয়া' অর্থ খাওয়া৷

‘ফেডারেল কনফারেন্স ফর চাইল্ড গাইডেন্স কাউন্সেলিং' এই সমস্যাটি নিয়ে কাজ করছে৷ সাহায্যদাতা খোদ জার্মান পরিবার মন্ত্রণালয়৷ পরিষদের সভাপতি উলরিশ গ্যার্থ বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় নখ কামড়ানো সাময়িক একটা অভ্যাস৷ এবং এটা এমনিতেই দূর হয়ে যায়৷ এখানে এটা একটা গরুত্বপূর্ণ বিষয় যে, শিশুকে নখ কামড়াতে দেখলে প্রথমেই বাবা-মার ভয় পাবার কোনো কারণ নেই৷

Kind Mutter Eltern Familie Symbolbild
সন্তানের জন্য যথেষ্ট সময় দিতে হবে বাবা-মায়েদেরছবি: Fotolia/Pavel Losevsky

শিশুর মধ্যে এই অভ্যাস দেখা দিলে এটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে বাবা-মা'র উচিত শিশুর আচার-আচরণ একটা নির্দিষ্ট সময় ধরে পর্যবেক্ষণ করা৷ কখন সে নখ কামড়ায়? কতক্ষণ কামড়ায়? এবং কোন অবস্থায় বা পরিবেশে সে এই কাজটি করে? এসব বিষয় পর্যবেক্ষণ করতে হবে৷

জার্মানির ব্রেমেন শহরের শিশু মনোরোগ বিশেষজ্ঞ এবং সাইকোথেরাপিস্ট কারিন হাউফে বোয়েও বাবা-মাকে এই ব্যাপারে শিশুর আচরণের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন, শিশুর মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটতে পারে দাঁত দিয়ে নখ কাটার মধ্যদিয়ে৷ বুঝতে হবে কোথাও একটা সমস্যা রয়েছে৷ বাবা-মাকেই সেই কারণ খুঁজে বের করতে হবে৷ মনোবিজ্ঞানীরা বলছেন, অনেক শিশু রয়েছে যাদের আত্মবিশ্বাসের অভাবই এই অভ্যাসের কারণ৷ তবে বদঅভ্যাসটি দূর করার জন্য বাবা-মার সমর্থন ও সাহায্য এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক