1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দল ছেড়ে যাবার ৩৩ বছর পরে ফেয়ারওয়েল !

১৩ আগস্ট ২০১০

বলছি জার্মান ফুটবল আইকন এবং বায়ার্ন মিউনিখের সাবেক ফুটবল তারকা ফ্রানৎস বেকেনবাওয়ার’এর কথা৷ এবার, বিলম্বিত ফেয়ারওয়েল পাচ্ছেন তিনি৷

https://p.dw.com/p/Omp0
১৯৭৪ সালে জার্মান জাতীয় দলের হয়ে খেলছেন ফ্রানৎস বেকেনবাওয়ার (ডানে)ছবি: AP

অবশেষে ছেড়ে যাওয়া দল বায়ার্ন মিউনিখ থেকে তাঁকে ফেয়ারওয়েল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে একটু দেরিতে দেখানো হচ্ছে এই সম্মান, এই যা৷ ১৯৭৭ সালে বেকেনবাওয়ার বায়ার্ন মিউনিখ ছেড়ে চলে গেছেন নিউ ইয়র্ক কসমসে৷

তা, কী ভাবে ফেয়ারওয়েল দেয়া হচ্ছে বেকেনবাওয়ার'কে জানেন? শুক্রবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদের সঙ্গে বায়ার্ন মিউনিখ খেলবে৷ খেলাটি অনুষ্ঠিত হবে আলিয়েঞ্জ আরেনাতে৷ আর এই খেলা থেকে যে অর্থ উঠে আসবে, তা চলে যাবে বেকেনবাওয়ার'এর দাতব্য প্রতিষ্ঠানে৷ সাবেক এই ফুটবল তারকা এবং বর্তমানে ক্লাবের সাম্মানিক প্রেসিডেন্ট বায়ার্ন ছেড়ে যখন যুক্তরাষ্ট্রে চলে যান, তখন তাঁর কপালে ফেয়ারওয়েল ম্যাচটি আর জোটেনি৷

Flash-Galerie Das Leben des Franz Beckenbauer
১৯৮২ সালে নিউ ইয়র্কে বিশ্ব ফুটবলের দুই আইকন ব্রাজিলের পেলে এবং জার্মানির বেকেনবাওয়ারছবি: picture alliance/dpa

বুধবার বায়ার্ন মিউনিখ দলের চেয়ারম্যান কার্ল-হাইন্জ রুমেনিগে বলেছেন, বায়ার্নের ক্ষেত্রে এমনটি ঘটার কথা নয়৷ বায়ার্নের জন্য ফ্রানৎস ছিলেন সবসময় একজন বড় মাপের খেলোয়াড়৷ এদিকে, বায়ার্ন এবং রিয়ালের মধ্যেকার এই ম্যাচ দেখার জন্যে স্টেডিয়ামের ৬৯ হাজার আসন বিক্রি হয়ে গেছে৷ আশা করা হচ্ছে, রিয়াল মাদ্রিদ তার সমস্ত শক্তি নিয়েই খেলবে৷ তবে বেকেনবাওয়ার খেলায় কোন ধরনের ভূমিকা পালন করবেন না এবং ক্লাবের কাছ থেকে কোন বিশেষ পুরস্কারও নেবেন না৷ তাঁর কথায়, ‘‘আমি এবার শান্তি চাই৷ সব কিছুর থেকে অবসর চাই৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ