1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আগে অনিশ্চয়তা

২৩ ফেব্রুয়ারি ২০১০

নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমস’কে ঘিরে লাগাতার অনিশ্চয়তার পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের আসরকে ঘিরেও বার বার সংশয়ের সুর শোনা যাচ্ছে৷

https://p.dw.com/p/M9PD
শুধু স্টেডিয়াম নয়, বিশ্বকাপের জন্য বিশাল মাত্রায় পরিকাঠামো প্রস্তুত করতে হয়৷ছবি: picture alliance / dpa

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আর বেশীদিন দেরি নেই৷ ১১ই জুন থেকে ১১ই জুলাই বিশ্বকাপের আসর বসার কথা৷ কিন্তু একেবারে শেষ মুহূর্তে আবার প্রশ্ন উঠছে, সেদেশ কি আদৌ এত বড় মাপের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে প্রস্তুত? ফিফার মহাসচিব জেরোম ভালকে মঙ্গলবার স্পষ্ট ভাষায় বলেছেন, যে দক্ষিণ আফ্রিকা এখনো বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুত নয়৷

তাছাড়া যে ৩২টি দল বিশ্বকাপে অংশ নিচ্ছে, তাদের খেলোয়াড়রা কোথায় অনুশীলন করবেন, সেটাও এখনো স্থির হয় নি৷ মঙ্গলবারের মধ্যেই ফিফা এই তালিকা চেয়েছিল, কিন্তু আয়োজকরা তা প্রস্তুত করতে পারেন নি৷ দোষটা অবশ্য পুরোটা তাঁদের একার নয়৷ কারণ টিমগুলিও বার বার তাদের পরিকল্পনায় রদবদল করে চলেছে৷ যেমন ইংল্যান্ড টিমের আস্তানা হওয়ার কথা রাস্টেনবার্গ শহরের কাছে রয়াল বাফোকেং ক্যাম্পাসে৷ কিন্তু সেখানকার মাঠের পিচের যা অবস্থা, তার ফলে সংশয় দেখা দিচ্ছে৷ ইংল্যান্ড অবশ্য শেষ পর্যন্ত জানিয়েছে, যে তারা তাদের প্রস্তাবিত ঘাঁটি সম্পর্কে সন্তুষ্ট৷ আলজেরিয়া টিমও আচমকা নতুন এক হোটেল কমপ্লেক্সে থাকার সিদ্ধান্ত নিয়েছে৷


প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক