1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকার অস্ত্র যাচ্ছে স্বৈরশাসকদের কাছে

১০ এপ্রিল ২০১১

দক্ষিণ আফ্রিকা কোটি কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করছে এমন সব দেশে যেখানে সরকার জনগণের ওপর দমন পীড়ন চালাচ্ছে৷ সরকারি গোপন দলিলের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির সাপ্তাহিক পত্রিকা দ্য সানডে ইন্ডিপেন্ডেন্ট৷

https://p.dw.com/p/10quR
ছবি: AP

দক্ষিণ আফ্রিকা যেসব দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে তাদের মধ্যে রয়েছে আলজিরিয়া, আজেরবাইজান, বাহরাইন, বুরুন্ডি, চীন, ইকুয়েটোরিয়াল গিনি, গিনি বিসাউ, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন সহ আরও অনেক দেশ৷ পত্রিকাটির প্রতিবেদন মতে, এই তালিকায় থাকা অন্তত পাঁচটি দেশ বিশ্বের সবচেয়ে অগণতান্ত্রিক দেশগুলোর অন্যতম হিসেবে পরিচিত৷ এছাড়া দশটি দেশ রয়েছে যারা বিশ্ব শান্তি সূচকের সবচেয়ে নীচের দিকে রয়েছে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যে দক্ষিণ আফ্রিকা কেন এমন দেশের কাছে অস্ত্র বিক্রি করছে যাদের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি ভালো নয়?

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার আইন মন্ত্রী জেফ রাডেবে সংসদে জানান যে, গত ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা লিবিয়ার কাছে ৮১ মিলিয়ন ব়্যান্ড বা নয় মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করেছে৷ গোপন সূত্রের বরাত দিয়ে দ্য সানডে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, যে গত বছর প্রিটোরিয়া সরকার ৩৫ বিলিয়ন ব়্যান্ড বা ৩.৬ বিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে৷ এর মধ্যে এক বিলিয়ন ব়্যান্ডের অস্ত্র যাবে এমন দেশে যেখানে সরকার জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে৷

উল্লেখ্য, বর্ণ বৈষম্যের যুগে দক্ষিণ আফ্রিকার ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে অভ্যন্তরীণ অস্ত্র শিল্প গড়ে ওঠে৷ পরবর্তীতে গণতন্ত্রের আগমনের পর সেই শিল্পে সরকারি সহায়তা কমে যায়৷ ফলে এই অস্ত্র শিল্প এখন রপ্তানির দিকে ঝুঁকে পড়েছে৷

আন্তর্জাতিক সংস্থা সিপরির মতে, দক্ষিণ আফ্রিকা বিশ্বের ১৫তম অস্ত্র রপ্তানিকারক দেশ৷ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকার আগে থাকা দেশগুলোর অস্ত্র তাহলে কোন দেশগুলোতে যাচ্ছে?

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য