1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থানায় হয়রানি বন্ধের নির্দেশ দিলেন শেখ হাসিনা

৬ জুন ২০১০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন সদর দফতরের উদ্বোধন করতে গিয়ে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্যাতিতরা থানায় গিয়ে যাতে প্রতিকার পান তার ব্যবস্থা নিতে হবে৷ তাঁদের মামলাও নিতে হবে৷

https://p.dw.com/p/NjWB
ছবি: AP

পুলিশের উদ্দেশে শেখ হাসিনা বলেন, অতীতে থানায় গিয়ে নিরীহ মানুষ অযথা হয়রানির শিকার হয়েছেন৷ ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে ব্যাপরে সতর্ক থাকতে হবে৷ জনগনের প্রত্যাশা পূরণ করে পুলিশকে আস্থা অর্জন করতে হবে৷

প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোকনা কেন, তাকে ছাড় দেওয়া যাবেনা৷এমনকি সে যদি ক্ষমতাসীন দলেরও হয়, তারপরও নির্ভয়ে ব্যাবস্থা নিতে পুলিশের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী হাসিনা৷ তিনি বলেন অপরাধী, অপরাধী৷ অপরাধীরা কখনো কোন পরিবার, সমাজ বা দলের জন্য কল্যাণকর হতে পারেনা৷

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে নিরাপত্তা দিতে পুলিশকে সব সময়ে সচেষ্ট থাকতে হবে৷ আর তা করতে পুলিশকে যানবাহন, আবাসন, অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷ পাশাপাশি, পুরানো ঢাকায় ভয়াবহ আগুনের ঘটনায় হতাহতদের উদ্ধারে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷

এদিকে, অগ্নিকান্ডের ঘটনার পর অবৈধ স্থাপনা এবং কেমিক্যাল কারখানা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এজন্য দু'টি টাস্কফোর্সও গঠন করা হয়েছে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়