1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রয়ীর সঙ্গে মায়ের নাচের ভিডিও ইউটিউবে

১৬ ফেব্রুয়ারি ২০১৭

ত্রয়ী, মানে একসঙ্গে জন্ম নেয়া তিন সন্তানের সঙ্গে মায়ের নাচের এক ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে৷

https://p.dw.com/p/2Xft9
Symbolbild groß und klein Kind und erwachsener Mann
ছবি: Fotolia/Jasmin Merdan

পৃথিবীতে গভীরতম সম্পর্ক সম্ভবত মায়ের সঙ্গে সন্তানের৷ নাড়ীর এই বন্ধনের নানা উদাহরণ মাঝেমাঝেই দেখা যায়৷ সন্তানের প্রথম শিক্ষিকাও হয় সাধারণত মা৷

বলছি এক ভিডিও'র কথা৷ জাস্টিন টিম্বারলেকের ‘ক্যান্ট স্টপ দ্য ফিলিং' গানের সঙ্গে নাচছেন ত্রয়ী এবং তাদের মা৷ ভিডিও'র শুরুতে দেখা যায়, গানের তালে তালে কোমর দোলাচ্ছে তিন শিশু৷ কিছুক্ষণ পরেই ফ্রেমে হাজির হন মা৷ শিশু তিনটি এক পর্যায়ে অবশ্য নিজেরা নাচা বাদ দিয়ে মায়ের নাচই দেখছিল মনোযোগ দিয়ে৷

চুষনি মুখে শিশুদের নাচের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অনেকে৷ তবে ইউটিউবে ভিডিওটির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে৷

এআই/এসিবি