1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলির দূতাবাসে আশ্রয় নিয়েছেন দেড় হাজার বাংলাদেশি

২ মার্চ ২০১১

ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এডিএম নুরুজ্জামান ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, আইওএম ও বিভিন্ন কোম্পানির সহায়তায় লিবিয়ায় বিপদগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠান হচ্ছে৷ তিনি জানান, ত্রিপোলির অবস্থা এখন থমথমে৷

https://p.dw.com/p/10Rgi
লিবিয়ায় বিপাকে প্রবাসীরাছবি: DW

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসে দেড় হাজার বাংলাদেশি আশ্রয় নিয়েছেন৷ মিশর ও টিউনিশিয়া সীমান্তে আছেন প্রায় ৪ হাজার৷ রাষ্ট্রদূত নুরুজ্জামান জানান, অন্যান্য বিদেশীরা লিবিয়া ছেড়ে চলে যাওয়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বেশি৷ তবে যদি কেউ তেমন অসুবিধার মধ্যে না থাকেন তবে তাদের নিরাপদ আশ্রয়ে লিবিয়াতেই অবস্থানের পরামর্শ দিচ্ছেন তিনি৷

রাষ্ট্রদূত বলেন, দূতাবাস সাধ্যমত বাংলাদেশি নাগরিকদের সহায়তার চেষ্টা করছেন৷ তবে টেলিফোন নেটওয়ার্ক ত্রুটিপূর্ণ হওয়ার কারণে হয়তো কেউ কেউ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ রাষ্ট্রদূত এডিএম নুরুজ্জামান জানান, লিবিয়ার অবস্থা এখন থমথমে৷ বাংলাদেশি নাগরিকরা লুটপাট ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন৷ তিনি এই সঙ্কটকালে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন৷

এদিকে গত রাতে আরব আমিরাতের বিমান যোগে আরো শতাধিক বাংলাদেশি লিবিয়া থেকে ঢাকায় এসেছেন৷ আর আজ আরো ৫২৬ জন ফিরে আসবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷এদের মধ্যে ৩৮৩ জনকে আইওএম এর সহায়তায় ত্রিপলি থেকে ভাড়া করা বিশেষ বিমানে ঢাকায় আনা হচ্ছে৷ আর গ্রিসের ক্রীট দ্বীপে আশ্রয় নেয়া ১৪৩ জনকে বিমানে করে ঢাকায় পাঠাচ্ছে তাদের নিয়োগকারী কোম্পানি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান