1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৌহিদ নায়ক, পার্শ্ব চরিত্রে পিন্টু

১৩ এপ্রিল ২০১১

পিলখানায় হত্যা, লুণ্ঠন ও লাশ গুমের মূল পরিকল্পনা ছিল তৌহিদের, সহায়তা করেন পিন্টু৷ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এই অভিযোগ গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে৷

https://p.dw.com/p/10sAi
বিডিআর বিদ্রোহের একটি মুহূর্তছবি: Harun-ur-Rashid Swapan

বিডিআর বিদ্রোহের সময় পিলখানা হত্যা ও লুণ্ঠনের মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে৷ শিরোনামগুলিই প্রথম দিনের শুনানির কাহিনী বলে দিচ্ছে: সমকালে ‘তৌহিদই আসল নায়ক পার্শ্ব চরিত্রে পিন্টু'৷ ইত্তেফাকে ‘তৌহিদ নায়ক, পার্শ্ব চরিত্রে পিন্টু' পরিকল্পনার কথা জানতেন তোরাব৷ ভোরের কাগজে ‘তৌহিদের নেতৃত্বে হত্যাযজ্ঞ পিন্টু ও তোরাব সহযোগী'৷ নয়তো মোট ৮০ জন আসামির অভিযোগ পড়ে শোনানো হয়৷ তারপর আগামী ২৬শে এপ্রিল অবধি শুনানি মুলতুবি রাখা হয়েছে৷

বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলম৷ তিনি বিদ্রোহের সময় বিনা আদেশে নিজেকে বিডিআরের মহাপরিচালক হিসেবে ঘোষণা দিয়েছিলেন৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তৌহিদকেই বিদ্রোহের নেতা হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, তার বিরুদ্ধে ৩৮ জন সাক্ষী রয়েছে৷ হাজারীবাগে স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলী বিদ্রোহের পরিকল্পনার কথা আগে থেকে জেনেও কর্তৃপক্ষকে অবগত করেননি৷ অপরদিকে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যা ও লাশ গুমে সহায়তা করেন৷

এর পরই আসছে ঝালকাঠিতে ব়্যাবের গুলিতে কলেজ ছাত্র লিমনের আহত হওয়ার ঘটনা ও তার তদন্তে পাঁচটি কমিটি গঠনের খবর৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, অন্যায়কারী যেই হোক তাকে ক্ষমা করা হবে না - জানাচ্ছে যুগান্তর৷ অন্যদিকে জনকণ্ঠের শিরোনাম হল: ‘জনগণের কাঠগড়ায় ব়্যাব, সমালোচনার ঝড় দেশে-বিদেশে'৷ রিপোর্টে আরো স্পষ্ট করে বলা হয়েছে: ‘‘একের পর এক নিষ্ঠুর ও অমানবিক কায়দায় নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বিশ্বও আজ উদ্বিগ্ন৷ ব়্যাবের লাগাম টেনে ধরতে ব্যর্থতার অভিযোগে সরকারের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ৷... প্রশ্ন উঠেছে, ব়্যাবের হাতে ‘লাইসেন্স টু কিল' আর কতদিন থাকবে?''

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার