1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল দুর্ঘটনা ভয়াবহ দুর্যোগে রূপ নেওয়ার আশঙ্কা

১ মে ২০১০

মার্কিন ইতিহাসে তেল সংক্রান্ত দুর্ঘটনা এটিই প্রথম নয়৷ ভয়াবহ তেল দুর্ঘটনাটি এক্সোন ভাল্ডেজ দুর্যোগ নামে পরিচিত৷ কিন্তু সেই দুর্যোগের কাছাকাছি পৌঁছতে যাচ্ছে এবারের মেক্সিকো উপসাগরের তেল দুর্ঘটনা, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের৷

https://p.dw.com/p/NBxc
সমুদ্রে তেলের ঘন আস্তরণ, ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাছবি: AP

মেক্সিকো উপসাগর থেকে তেলের আস্তরণ শুক্রবার লুইজিয়ানার উপকূলে ছড়াতে শুরু করেছে৷ ফলে বড় ধরণের পরিবেশগত দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে৷ দুর্ঘটনার ফলে ছিদ্র হয়ে যাওয়া তেলকূপ থেকে প্রতিদিন দুই লাখ গ্যালন পর্যন্ত তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রের পানিতে৷ এখন পর্যন্ত কমপক্ষে দেড় হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে ঘন তেলের আস্তরণ বিরাজ করছে বলে খবর৷

বিশেষ করে দক্ষিণ-পূর্বমুখী ঝড়ো বাতাসের ফলে সাগরের জলে ছড়িয়ে পড়া তেলের আস্তরণ অতি দ্রুত মিসিসিপি নদীর কাছাকাছি সাউথ পাস উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, জানিয়েছেন প্লাকমাইনস প্যারিশের প্রধান বিলি নানগেসার৷ এছাড়া লুইজিয়ানার পরিবেশ আন্দোলন জোটের মুখপাত্র উইলমা সাবরা জানান যে, তেলের আস্তরণের প্রবাহ ঠেকানোর জন্য মিসিসিপি নদীর পানিকে পার্শ্ববর্তী জলাভূমির দিকে প্রবাহিত করা হয়েছে৷ তাঁর মতে, ‘‘এটা খুবই ভালো পন্থা৷'' কেননা লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালাবামা এবং ফ্লোরিডার শত শত কিলোমিটার বিস্তৃত উপকূল এলাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে৷ আর এই অঞ্চলেই আমেরিকার ৪০ শতাংশেরও বেশি পরিবেশ বান্ধব জলাভূমি অবস্থিত৷

NO FLASH Ölteppich vor der Küste von Louisiana USA
তেলের ঘন আস্তরণকে ঠেকানোর প্রচেষ্টাছবি: AP

শুক্রবার লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল সাংবাদিক সম্মেলনে জানান, ইতিমধ্যে ঐ রাজ্যের সকল চিংড়ি ও ঝিনুক উৎপাদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে৷ ঐ অঞ্চলে তেল উত্তোলনের কাজে নিয়োজিত ব্রিটিশ পেট্রোলিয়ামের সরঞ্জামাদি অপর্যাপ্ত বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ এদিকে, এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামা৷ ওয়াশিংটনে তিনি বলেন, ‘‘তেলের আস্তরণ থেকে উপকূল এলাকা বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি স্থান রয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনশ' নৌযান এবং আকাশযান নিয়ে এক হাজার নয়শ' জনের কেন্দ্রীয় দল ঘটনাস্থলে কাজ করছে৷ আমরা ইতিমধ্যে ঐ এলাকায় দুই লাখ সতেরো হাজার ফুট প্রতিরোধ দেয়াল গড়ে তুলেছি এবং এই প্রতিরোধ ব্যবস্থার সম্প্রসারণে কাজ চলছে৷''

এছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজারকে ঐ ঘটনার আদ্যোপান্ত খতিয়ে দেখে আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে জানানোর জন্য বলেছেন৷ হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে যে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারণ খুঁজে বের করা এবং তেল উত্তোলনে আরো সতর্কতামূলক পদক্ষেপ নিশ্চিত না করা পর্যন্ত নতুন করে তেল উত্তোলন কার্যক্রম স্থগিত করা হয়েছে৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : অরুণ শঙ্কর চৌধুরী