1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৃতীয় স্থান পাবে জার্মানি, বলছে পল

১০ জুলাই ২০১০

বিশ্বকাপে তৃতীয় জায়গা নেবার লড়াইয়ে জার্মানি৷ অবশ্য ইংল্যান্ড আর আর্জেন্টিনাকে হারানোর পর তৃতীয় নয় বরং চূড়ান্ত কাপ জেতার লড়াইয়েই থাকার কথা ছিল দলটির৷ কিন্তু স্পেন সেই স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে৷

https://p.dw.com/p/OFiO
আজকের ম্যাচে অন্তত হতাশ হবে না জার্মান ফ্যানরা, শত হলেও পল বলছে জিতবে জার্মানিছবি: AP

শনিবার পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে মুখোমুখি হবে জার্মানি উরুগুয়ে৷ ইতিমধ্যেই অক্টোপাস পল জানিয়ে দিয়েছে জিতবে জার্মানি৷ আর তাতেই খুশি অনেকে৷ কেননা পল যেভাবে একের পর এক বিজয়ী ঠিক করে দিচ্ছে, তাতে ভবিষ্যতে খেলা বোধহয় কেউ দেখবে না৷ বরং পলই হবে আসল খেলোয়াড়৷

পলকে চটাতে রাজি নন কেউ

ফুটবল বিশেষজ্ঞ অরুনাভ চৌধুরীও কিন্তু পল কে চটাতে রাজি নন৷ তিনি বলেন, ‘পলের বিরুদ্ধে তো কিছু আমার বলা উচিত নয়৷ তবে, আমারও মত জার্মানি এবং উরুগুয়ের মধ্যে জার্মানিই শক্তিশালী৷ কিন্তু, জার্মান দলের তিন-চারজন খেলোয়াড় জ্বরে ভুগছে৷ তাই দেখতে হবে সেদলের কে খেলছে কে খেলছে না৷'

Deutschland Uruguay Vor dem Spiel Fans No-FLash
কোন পক্ষের আনন্দ শেষঅবধি টিকবে আজ?ছবি: AP/DW

জ্বরে ভুগলেও অধিনায়ক ফিলিপ লাম এবং তারকা খেলোয়াড় লুকাস পোডালস্কি শনিবার মাঠে নামবেন বলেই শোনা যাচ্ছে৷ অবশ্য অরুনাভ জানাচ্ছেন ভিন্ন কথা৷ তাঁর মতে, ‘জার্মান দলে কয়েকজন খেলোয়াড় আছেন, যাঁরা এই বিশ্বকাপে খুব একটা খেলতে পারেনি৷ তাঁদেরকে শনিবারের ম্যাচে সুযোগ দেয়া হতে পারে৷'

রেকর্ডের হাতছানি

জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপে ১৬ গোল করে অতীতের রেকর্ড ভাঙার৷ কিংবা ১৫ গোল করে রোনাল্ডোর রেকর্ড ছোঁয়ার৷ আবার গোল্ডেন বুটের দৌড়েও আছেন তিনি৷ অন্যদিকে তরুণ তারকা থমাস ম্যুলার এর ভান্ডারেও জমা ৪ গোল৷ সুতরাং গোল্ডেন বুটের দৌড় থেকে তাকেও বাদ দেওয়া যাচ্ছেনা৷ অরুনাভ চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ক্লোজে কমপক্ষে একটি গোল করতে অবশ্যই লড়াই করবে৷ সম্ভব হলে দু'টো করতেও পিছপা হবেন না তিনি৷

থমাস ম্যুলার এবারের বিশ্বকাপে সবচেয়ে ভালো তরুণ প্লেয়ার হতে যাচ্ছেন বলেও মত অরুনাভ'র৷

থাকছেন ল্যোভ

জানিয়ে রাখা ভাল, বিশ্বকাপ জেতা না হলেও ইওয়াখিম ল্যোভ সম্ভবত জার্মান দলের কোচ হিসেবেই বহাল থাকছেন৷ কেননা ফুটবলে তাঁর নিত্যনতুন কৌশল বেশ কাজে লেগেছে জার্মান দলের৷ তাই বর্তমান তরুণ জার্মান দলকে এগিয়ে নিতে ল্যোভকে প্রয়োজন -- এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়