1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুষারের কবলে ক্রিসমাস

১৮ ডিসেম্বর ২০১০

বরফ পড়ছে৷ দেখতে ভালই লাগে৷ কিন্তু যখন বেশিমাত্রায় পড়ে এবং এর জন্য কোনো কাজ করা যায় না, তখন আর ভাল লাগার কিছু থাকে না৷ উল্টে রাগ হতে থাকে৷ যেমনটা হয়েছে ফ্রাঙ্কফ্রুট বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের৷

https://p.dw.com/p/Qfao
তুষারের কারণে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীছবি: picture alliance / empics

তুষারের কারণে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের বিমানবন্দরে বসে থাকতে হচ্ছে৷ একসময় অধৈর্য্য হয়ে যাত্রীরা রাগ ঝাড়তে শুরু করেন বিমানবন্দর কর্মীদের ওপর৷ পরিস্থিতি এক পর্যায়ে এমন হয় যে, পুলিশ ডাকতে হয়৷

কেনই বা হবে না এমন? কারণ কেউ কেউ চাইছেন ক্রিসমাসের ছুটিতে দেশে ফিরতে৷ আর কেউ চাইছেন ছুটি কাটাতে সুন্দর কোনো জায়গায় যেতে৷ কিন্তু এরই মধ্যে এই ঝক্কি৷

Winterimpressionen aus Deutschland Flash-Galerie
হোটেলের চেয়ার টেবিলে বরফের স্তুপছবি: AP

আগামী শুক্রবার এবং শনিবার ক্রিসমাস পালিত হবে৷ তার আগে আজ ও আগামীকাল শেষ সপ্তাহান্ত৷ মানে ক্রিসমাসের কেনাকাটার শেষ সুযোগ এই দুদিন৷ কিন্তু তুষারের কারণে বিমানের মতো কোনো কোনো জায়গায় বন্ধ হয়ে আছে বাস ও ট্রেন চলাচলও৷ ব্রিটেনে অনেককেই দেখা গেছে সারারাত নিজের গাড়িতে শুয়ে বসে কাটাতে৷ কারণ বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে৷

জার্মানির প্রধান বিমান সংস্থা লুফৎহান্সা ও ব্রিটিশ এয়ারওয়েজ শনিবার তাদের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে৷ ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, তুষার পড়ার সঙ্গে সঙ্গে তাদের রানওয়ে পরিষ্কার করে ফেলা হলেও ইউরোপের অনেক বিমানবন্দরে সেটা সম্ভব হচ্ছে না৷ ফলে সেখান থেকে বিমান ছাড়তে পারছে না৷

Schneechaos in Deutschland
মোটরওয়েতে গাড়ির সুদীর্ঘ লাইনছবি: dapd

শুধু কেনাকাটাই নয়, তুষারের কারণে বন্ধ হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাও৷ চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হাই-প্রোফাইল ম্যাচ বাতিল করতে হয়েছে তুষারের কারণে৷

বিশেষজ্ঞরা বলছেন, অনেক বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে ইউরোপে৷ আবহাওয়ার পূর্বাভাসেও সামনে কোনো সুখবর নেই৷ ক্রিসমাসের সময়ও যদি এই অবস্থা থাকে তাহলে বলতে হবে ভাগ্য খারাপ ইউরোপবাসীর৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী