1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যবিত্তদের বিপ্লব

রেগিনা মেনিং/এসবি২৯ জুন ২০১৩

বিপ্লবের ডাক সাধারণত শ্রমিক ও কৃষকদেরই দেওয়া হয়ে থাকে৷ মধ্যবিত্তরা ঝুটঝামেলা এড়িয়ে যান৷ কিন্তু ব্রাজিল বা তুরস্কে বর্তমানে যা ঘটছে, তাতে এই প্রচলিত ধারণা চ্যালেঞ্জের মুখে পড়ছে৷

https://p.dw.com/p/18yHc
ছবি: picture-alliance/dpa

তুরস্কের পুলিশের দমন নীতি শুরু হওয়ার আগের কথা৷ ইস্তানবুলের গেজি পার্কে প্রতিবাদ-বিক্ষোভ যখন শুরু হয়, তখন পরিবেশ ছিল বেশ শান্ত৷ তাঁবুর মধ্যে চলছিল যোগাসনের কোর্স৷ মানুষজনের আনা বই প্রায় লাইব্রেরির আকার নিয়েছিল৷ অর্থাৎ বিক্ষোভকারীরা যে মূলত বুদ্ধিজীবী, তা স্পষ্ট হয়ে গিয়েছিল৷ তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কখনো এর আগে পথে নেমে প্রতিবাদ দেখায়নি৷ এখন তারা ফেসবুকেও সক্রিয় হয়ে উঠেছে৷ সংবাদ মাধ্যম প্রথম দিকে এই বিক্ষোভের খবরকে তেমন গুরুত্ব দেয় নি৷ ফলে সামগ্রিকভাবেও সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আস্থা কিছুটা ধাক্কা খেয়েছে৷ এত বছর ধরে সংখ্যালঘু কুর্দিদের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ ইস্তানবুল ছাড়িয়ে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ৷

ইস্তানবুলে প্রতিবাদের কেন্দ্রবিন্দু ছিল প্রস্তাবিত একটি নির্মাণ প্রকল্প৷ সুদূর ব্রাজিলে প্রতিবাদ শুরু হয় ট্রামবাসের ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে৷ দুটি ঘটনাই প্রায় একই সময়ে ঘটেছে৷ প্রচলিত ব্যবস্থা সম্পর্কে হতাশার কারণেই দুই দেশেই মানুষ সোচ্চার হয়ে উঠেছে৷ তাদের দাবি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কণ্ঠ শোনা হোক৷ তারা এমন গণতন্ত্র চায় না, যেখানে সিদ্ধান্ত উপর থেকে নীচে চাপিয়ে দেওয়া হয়৷ বার্লিনের অধ্যাপক পেটার উলরিশ মনে করেন, দুই দেশেই সিদ্ধান্তের রাশ নিজেদের হাতে তুলে নেওয়ার এই প্রচেষ্টা দেখা গেছে৷ তবে দুটি পরিস্থিতির মধ্যে তফাতও রয়েছে৷ তুরস্কের বিক্ষোভের মূলে রয়েছে সাংস্কৃতিক মূল্যবোধ৷ ব্রাজিলে দুর্নীতির বিরুদ্ধে জনরোষ ও সম্পদের ন্যায্য বণ্টনের দাবি শোনা গেছে৷

তুরস্ক ও ব্রাজিলে আন্দোলন শুরু করেছে ছাত্রছাত্রী ও মধ্যবিত্ত শ্রেণি৷ ব্রাজিলে কিন্তু গাড়িভাড়া বাড়লে এই শ্রেণির মানুষের তেমন অসুবিধা হওয়ার কথা নয়৷ রাজনৈতিক ক্ষমতাকেন্দ্র সেই মধ্যবিত্তদের কণ্ঠ উপেক্ষা করতে পারে না, কারণ সেখানেও মধ্যবিত্তদের প্রতিনিধি কম নেই৷ তার ফলে কাজও হয়েছে৷ ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফ পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য