1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, অন্তত ৫৭ জন নিহত

৮ মার্চ ২০১০

তুরস্কের পূর্বাঞ্চলে সোমবার সকালের শক্তিশালী ভূমিকম্পে অন্ততপক্ষে ৫৭ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে শতাধিক মানুষ৷ পূর্ব-তুরস্কের ইলাজিগ প্রদেশে স্থানীয় সময় সকালে ৪টা ৩২ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্প হয়৷

https://p.dw.com/p/MMxE
পূর্ব-তুরস্কের আনাতোলিয়ায় সোমবার ভোরের এই ভূমিকম্পের সময় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দারা ঘুমন্ত ছিল৷ছবি: picture alliance / dpa

পূর্ব-তুরস্কের আনাতোলিয়ায় সোমবার ভোরের এই ভূমিকম্পের সময় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দারা ঘুমন্ত ছিল৷ এসব গ্রামের বেশিরভাগ ঘরই মাটির তৈরি৷ কম জনবসতির পার্বত্য এলাকায় বেশ কয়েকটি গ্রামের বহু ঘরবাড়ি এতে বিধ্বস্ত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা৷

ভূমিকম্পের বেশ কয়েক ঘণ্টা পর উদ্ধারকাজ চলার সময়ে সেখানে বেশ কয়েকটি পরাঘাতও হয়েছে এবং এর মধ্যে ৫ দশমিক ৫ মাত্রার একটি পরাঘাতও ছিল৷ সিএনএন টার্ক বার্তা সংস্থাকে স্থানীয় ডোগান বার্তা সংস্থার ইলজিগ প্রাদেশিক প্রতিবেদক নুরসেল সেঙ্গজার বলেন, ‘‘মানুষ ভীষণভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং ভূমকম্পটি প্রায় একমিনিটি স্থায়ী হয়েছিল৷'' পার্শ্ববর্তী একটি শহরের এই বাসিন্দা আরও বলেন, ‘‘আমরাও তীব্রভাবে ভূ-কম্পন অনুভব করি এবং সবাই রাস্তায় ছুটে বেরিয়ে পড়ি৷''

Erdbeben im Osten der Türkei März 2010
পার্বত্য এলাকার গ্রামগুলোর বেশিরভাগ ঘরবাড়িই মাটির তৈরিছবি: picture alliance / dpa

ভূমিকম্পে সেখানকার বেশ কয়েকটি গ্রামের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে৷ ক্ষতিগ্রস্ত এলাকাটির নিকটবর্তী শহর কোভানসিলার-এর মেয়র বাকির ইয়ানিলমাজ জানান, এতে অন্ততপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন৷ এছাড়া, বহু মানুষ আহত হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

ইস্তানবুল ভিত্তিক কান্ডিলি ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্ষতিগ্রস্ত এলাকার নিকটবর্তী বাসিয়ুর্ত গ্রামে৷ ভূমিকম্পের পর প্রায় ৪০টি পরাঘাত পর্যবেক্ষণ করেছেন তারা৷

তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়্যেপ এরদোয়ান তাঁর দল একেপার্টির এক সভা চলাকালে দ্রুত উদ্ধারকাজ এবং পুনর্বাসনের আশ্বাস দিয়ে বলেছেন, ‘‘আমি ওই অঞ্চলের নাগরিকদের এখনই ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে না ফেরার পরামর্শ দিচ্ছি কেননা ভূমিকম্প এবং পরাঘাত এখনও অব্যাহত আছে৷''

Karte Erdbeben in der Provinz Elazig, Türkei Englisch
পূর্ব-তুরস্কের আনাতোলিয়ায় সকাল ৪ টা ৩২ মিনিটে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হয়৷ছবি: DW

আধাসামরিক বাহিনী এবং পুলিশ স্থানীয়দের নিয়ে উদ্ধারকাজ শুরু করেছে এবং রেডক্রসের একটি দলও সেখানে জরুরি সহায়তা কেন্দ্র চালু করেছে৷ উপপ্রধানমন্ত্রী কেমিল চিয়েকসহ তিনজন মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে৷

তবে, এই ভূমিকম্পে আনাতোলিয়ায় ইউফ্রেতিস নদীর ওপর নির্মিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কেবান বাঁধ' ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : দেবারতি গুহ