1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন ঘন্টা পরেও কলকাতার আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি

২৩ মার্চ ২০১০

কুইক রেসপন্স টিম, মোবাইল ট্রমা কেয়ার ইউনিট, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, ইত্যাদি গালভরা নাম লেখা আধুনিক গাড়ি, অত্যাধুনিক হাইড্রলিক ল্যাডার, দমকলের ৪৫টি এঞ্জিন, সবাই হাজির৷ কিন্তু এরপরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি৷

https://p.dw.com/p/MZvY
আগুনের ঘটনায় কলকাতায় ব্যাপক যানজটছবি: picture alliance /dpa

১৮-এ পার্ক স্ট্রিটের ওই ঐতিহ্যবাহী বাড়ির ছয় এবং সাত তলা এখনও পুরোপুরি আগুনের গ্রাসে৷ কারণ, অত উঁচুতে পৌঁছতেই পারছে না দমকল কর্মীদের হোস পাইপের জল৷ তবে আটকে পড়া বেশ কয়েকজনকে মইয়ের সাহায্যে উদ্ধার করেছেন দমকলকর্মীরা৷ এরা দাঁড়িয়ে ছিলেন জ্বলন্ত বাড়ির কার্নিশে, এসি মেশিনের খাঁচায়৷ স্থানীয় মানুষও উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন৷ প্রথমে কয়েকজন আতঙ্কে দু-তিন তলা ওপর থেকেই লাফ দিয়েছিলেন৷ তারা গুরুতর আহত হয়েছেন৷ অন্তত একজন মারা গেছেন বলেও শোনা যাচ্ছে৷

তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল নেতা পার্থ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে অভিযোগ জানান, দমকলের সদর দফতর ঘটনাস্থলের এত কাছে হওয়া সত্ত্বেও দমকলের গাড়ি আসে প্রায় ঘন্টা খানেক দেরিতে৷

১৮ এ পার্ক স্ট্রিটের ওই বাড়ির নীচে শহরের তিন বিখ্যাত দোকান৷ মিউজিক ওয়র্ল্ড এবং ঐতিহ্যবাহী ফ্লুরিজ আর জনপ্রিয় রেস্তোরাঁ পিটার ক্যাট৷ বাড়িটির ওপরের তলাগুলিতে বেশ কিছু অফিস এবং বসবাসের ফ্ল্যাটও রয়েছে৷ বাড়িটির লিফটে প্রথম আগুন লাগে বলে অনুমান৷ সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে৷ শতাব্দী প্রাচীন বাড়িটি ভেঙে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে৷

প্রতিবেদক: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, কলকাতা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক