‘‘তাহলে ১৫ আগস্টে খালেদা কেক কাটে কেন’’ | পাঠক ভাবনা | DW | 26.02.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘তাহলে ১৫ আগস্টে খালেদা কেক কাটে কেন’’

এশিয়া কাপের আড়ম্বরপূর্ণ উদ্বোধনের মাধ্যমে পিলখানা দিবসকে অশ্রদ্ধা করা হয়েছে বলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন ডয়চে ভেলের পাঠকরা৷

Bangladesh BNP Begum Khaleda Zia

বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

ওমর শরিফ লিখেছেন, ‘‘হুম মনে করি৷'' ইমন হোসেনের বক্তব্য, ‘‘অবশ্যই অশ্রদ্ধা করা হয়েছে৷'' মোঃ আলমগীর বিএনপি নেতার বক্তব্যের সমর্থনে শুধু লিখেছেন, ‘‘অবশ্যই৷'' আর মোহাম্মদ ওমর ফারুক মনে করেন, ‘‘এইরকম অনুষ্ঠান করে আমাদের ঐতিহ্যবাহী আধা-সামরিক বাহিনী বিডিআর এর শাহাদাতবরণকারী সেনা সদস্যদের অপমান করা হয়েছে৷''

One year after BDR mutiny

২৫ ফেব্রুয়ারি ‘পিলখানা দিবস’

এদিকে, এমরান এইচ চঞ্চলের প্রশ্ন, ‘‘...তাহলে ১৫ আগস্টে খালেদা জিয়া কেক কাটে কেন, তখন কোনো ক্ষতি হয় না?'' আরেক পাঠক মুহিবুর রহমান মনে করেন, এশিয়া কাপের উদ্বোধন আর পিলখানা দিবস একই দিনে হওয়াটা একটা কাকতালীয় ব্যাপার৷

নাজমুল আহসান হাবিব বিএনপি নেতার বক্তব্য সমর্থন করা, না করার ব্যাপারে লিখেছেন, ‘‘এটা নির্ভর করছে কোন রাজনৈতিক দলকে আমি সমর্থন করি৷'' তানজিলা রুম্মানের বক্তব্য, দুই দলের কেউ ভালো না৷

আব্দুর রব চৌধুরী লিখেছেন, ‘‘১৯ দলকে স্মরণসভা করতে না দিলে কি জাতি ২৫ ফেব্রুয়ারির এই দগদগে ঘা-এর কথা ভুলে যাবে? না, এটা ভুলে যাবার মতো বিষয় নয়৷ স্বাধীন বাংলাদেশে এ জাতির এর চেয়ে বড় ক্ষতি আর হয়নি৷ এই ক্ষতি কখনো পোষাবার নয়৷ আজ বাংলাদেশের প্রতিটি পরিবার শোকাহত৷ আজ শত্রু/মিত্র চিনবার দিন৷ প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতিকে দেখিয়ে দেবে, কারা স্বাধীনতার শত্রু এবং কারা মিত্র৷ এদিন আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তিযুদ্ধের শহিদদের স্বপ্নের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর শপথ নেয়ার দিন৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন