1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালাচাবি লাগিয়ে রাখুন আপনার ভালোবাসাকে

২৭ সেপ্টেম্বর ২০১০

ভালোবাসার নগরী প্যারিস৷ আর এই ভালোবাসার নগরীতেই ভালোবাসা তালাচাবি দেওয়ার ব্যবস্থা৷ দারুন খবর, তাই না? বিশ্বের সব প্রেমিকরা তাদের ভালোবাসা প্রতীকী তালাবদ্ধ করার জায়গার খোঁজ পেয়েছেন প্যারিসে৷

https://p.dw.com/p/PNd8
‘সেন' নদীর ওপরে এই সেই সেতু ‘পঁ দেজার’, লাগানো আছে প্রেমিক-প্রেমিকাদের হৃদয়ের অসংখ্য তালাচাবিছবি: picture alliance / abaca

‘সেন' নদীর ওপরে পঁ দেজার জায়গাটিই সেই বিশেষ জায়গা৷ এইখানেই রেলিং-এ প্রতীকী তালা লাগাচ্ছেন প্রেমিক প্রেমিকারা৷ এবং চাবিটা সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিচ্ছেন৷ ২১ বছরের ব্রাজিলিয়ান তরুণী লেটিসিয়া নব্রেগা, তাঁর একটি হাত ওপরের দিকে তুললেন, এবং এর কয়েক সেকেন্ডের মধ্যেই সেন নদীতে টুপ করে একটু শব্দ হলো৷ নব্রেগা বললেন, ‘‘এটি আমার ছেলেবন্ধু রিকার্ডোর জন্য৷ পঁ দেজার সেতুতে নতুন এই রীতিতে অংশ গ্রহণ করেছি আমি৷'' ব্রাজিলীয় এই তরুণীর কথায়, ‘‘তালার ওপরে আমাদের দু‘জনের নাম লিখে সেতুতে ঝুলিয়ে দিয়েছি৷ আর চাবিটা ফেলে দিয়েছি নদীতে৷''

এই রীতিটি বিশ্বের অনেক শহরে প্রচলিত থাকলেও, এটি আসলে বেশি পরিচিত ইউরোপে৷ রোম, মস্কো, প্রাগ, ফ্লোরেন্স, এমনকি আমাদের প্রতিবেশী শহর কোলন-এর মতো বিশ্বের বড় বড় শহরের নদীর ওপরের সেতুতে ভালোবাসা তালাচাবি দেওয়ার রীতি প্রচলিত৷ সম্প্রতি হাঙ্গেরির পেচ শহরেও এই রীতির প্রচলন শুরু হয়েছে বলে জানা গেছে৷ অদ্ভুত সুন্দর এই বিশ্বাসের ওপরে নির্ভর করে প্রচলিত এই রীতিতেই যেন বেঁচে থাকে বিশ্বাসীদের ভালোবাসা৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ