1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ছে জার্মান বিনিয়োগ

ক্রিস্টিয়ান উলিশ / এআই২৮ সেপ্টেম্বর ২০১৩

যে শুধু তাইপে চেনে, সে তাইওয়ান সম্পর্কে কম জানে৷ শহরের কিছু অংশ টোকিওর কথা মনে করিয়ে দেয়৷ আর গাড়ির সীমাহীন লম্বা বহরকে তুলনা করা যায় শাংহাইয়ের সাথে৷

https://p.dw.com/p/19pcv
Herstellung von Fliessfolie bei Freudenberg Taiwan Foto: DW / C.Uhlig
ছবি: DW/C.Uhlig

গো মিং লিন অবশ্য সন্তুষ্ট৷ তাইপের দক্ষিণে গাড়িতে এক ঘণ্টার দূরত্বে পল্লি এলাকায় তাঁর ফ্যাক্টরি অবস্থিত৷ তিনি বলেন, ‘‘আমরা ২৫ বছর আগে উৎপাদন কারখানার জন্য জায়গা খুঁজেছিলাম৷ তখন এখানে আসি৷ সেসময় এখানে ধানক্ষেত আর অল্প কিছু বাড়ি ছিল৷''

তাইওয়ানে অবস্থিত জার্মানির পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্রয়ডেনব্যার্গ-এর ফ্যাক্টরির প্রধান গো মিং লিন৷ জার্মান গাড়ি নির্মাতাদের পাশাপাশি এশিয়ার শীর্ষস্থানীয় প্রস্তুতকারীদেরও পণ্য সরবরাহ করে এই প্রতিষ্ঠানটি৷

পণ্যের উঁচু মান ধরে রাখতে প্রতিষ্ঠানটির একশো কর্মীকে বস নিজেই নিযুক্ত করেন৷ কোনো কর্মীকে শিফট তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়ার আগে চার বছর প্রশিক্ষণ দেওয়া হয়৷ কারখানার কর্মী চেং ই লিউ বলেন, ‘‘আমি খুবই সন্তুষ্ট৷ আমার চাকুরি নিয়ে ভাবনা নেই৷ ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে ন্যায়সংগত ব্যবহার করে৷ আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, আমার বাড়ি কারখানার কাছেই৷''

তাইওয়ানের এই কারখানায় একজন সাধারণ কর্মী বছরে পঁচিশ হাজার ইউরোর সমান আয় করেন৷ পল্লি এলাকার বিবেচনায় এই আয় বেশ ভালো৷ জীবনযাপনে বছরে খরচ পনের হাজার ইউরোর মতো৷ প্রতিষ্ঠানটির পরিচালক ডানিয়েল ম্যুলার বলেন, ‘‘ফ্যাক্টরির স্থান হিসেবে তাইওয়ানের অনেক সুবিধা রয়েছে৷ এখানকার কর্মীরা খুব অনুগত৷ আমাদের কিছু কর্মী বিশ বছরেরও বেশি সময়, মানে শুরু থেকেই এখানে কাজ করছেন৷ প্রকৌশলীরা ভালোভাবে শিক্ষিত৷ তাঁরা চীনা ভাষাও বলেন, যা চীনের বাজারে আমাদের প্রবেশের পথ সহজ করেছে৷''

গণপ্রজাতন্ত্রী চীনে না থাকলেও তাইওয়ানে কঠোর মেধাসত্ত্ব আইন রয়েছে, যা আইডিয়া চুরি রক্ষায় সহায়ক৷ আর এটাই ‘বুনন-হীন ফ্যাব্রিক' তৈরির ক্ষেত্রে এশিয়ার বাজারে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে ফ্রয়ডেনব্যার্গ-কে সহায়তা করেছে৷