1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণদের জন্যে সেরা শহর নিউইয়র্ক

২৮ এপ্রিল ২০১০

শহরটির ছুটির দিনের সংখ্যা, পুরুষ-নারীর অনুপাত, আবহাওয়া, বেকারত্বের হার এবং কতগুলো নতুন রেস্তোরাঁ ও ক্লাব খোলা হচ্ছে ইত্যাদি৷ বিশ্ব মন্দায় ধাক্কা খেলেও কিন্তু এই তালিকায় প্রথম স্থানটি দখল করে নিয়েছে নিউ ইয়র্ক৷

https://p.dw.com/p/N8NO
ছবি: AP

শিকাগোকে সরিয়ে দিয়ে ২০১০ সালে তরুণদের বসবাসের জন্য সেরা নগরীর মর্যাদা পেয়েছে যুক্তরাষ্ট্রেরই আর এক শহর নিউ ইয়র্ক৷ পেশাগত কিংবা ব্যক্তিগত জীবন দুদিক দিয়েই নিউ ইয়র্ক তাদের টানে৷ সম্প্রতি এক জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে৷

মজার বিষয় হচ্ছে যে এই জরিপটি চালিয়েছে ছেলেদের ওয়েবসাইট হিসেবে পরিচিত আস্কমেন.কম ৷ তরুণদের জীবনযাপন, কর্মক্ষেত্র এবং বিনোদনের জন্য কোন শহরটি কত ভালো, তা নিয়ে ঐ জরিপে বিশ্বের ২৯টি শহরের ব়্যাঙ্কিংকরা হয়েছে৷

এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে, শহরটির ছুটির দিনের সংখ্যা, পুরুষ-নারীর অনুপাত, আবহাওয়া, বেকারত্বের হার এবং কতগুলো নতুন রেস্তোরাঁ ও ক্লাব খোলা হচ্ছে ইত্যাদি৷
বিশ্ব মন্দায় ধাক্কা খেলেও কিন্তু এই তালিকায় প্রথম স্থানটি দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক৷ দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন৷ এবং তৃতীয় স্থানে আছে জাপানের টোকিও৷ তরপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে, স্পেনের মাদ্রিদ ও ব্রিটেনের লন্ডন শহর৷
ওয়েবসাইটটির প্রধান সম্পাদক জেমস বেসিল৷ তিনি রয়টার্সকে বলেছেন, আমরা এক বছরের জন্য সেরা শহরের একটি তালিকা করছি৷ যেখানে একজন তরুণ বয়সির কাজের সুযোগের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশ ও বিনোদনের কতটা সুযোগ আছে তার দিকে নজর দেয়া হয়েছে৷

চলতি বছর এ তালিকার ২৯ নম্বর অর্থাৎ তালিকার একেবারে শেষে, প্রথমবারের মত জায়গা করে নিয়েছে লাসভেগাস৷ যদিও ২০০৮ সালে অর্থনৈতিক মন্দায় এই শহরটিও ধাক্কা খেয়েছে৷ এ রকম অভাবিতভাবে স্থান করে নেওয়া আরেকটি শহর কলম্বিয়ার বোগোটা৷ বেসিল নিজেও বলেছেন, যে এই শহরটিকে কখনোই বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করা হয় না৷
চলতি বছর বিশ্ব বাণিজ্য মেলা বা ওয়ার্ল্ড এক্সপো ২০১০-এর আয়োজক হিসাবে চীনের সাংহাই শহরও এই তালিকার ২১ নম্বরে স্থান পেয়েছে৷ গত বছরের তালিকায় সেরা পাঁচ শহর ছিল শিকাগো, বার্সেলোনা, সান ফ্রান্সিসকো, লন্ডন এবং সিডনি৷

আবহাওয়া, জীবনযাত্রার ব্যয়, পেশাগত জীবন, প্রেমের অনুকুল পরিবেশ, শহরে রাতের বর্ণাঢ্যতা, দিনের কর্মব্যস্ততা, নতুন বছরে আসা আগন্তুক এবং বিশুদ্ধ বাতাস - এ সাতটি বিষয় তালিকা করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক