1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন পরিবর্তন নয়: বিএনপি

২৭ মে ২০১১

বিএনপি নেতারা বলেছেন, সরকার সংবিধান সংশোধন করতে গিয়ে নিজেদেরই ক্ষতি ডেকে আনছে৷ আওয়ামী লীগ নেতা এবং সরকারের মন্ত্রীরা বলছেন, বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে৷ তারা মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন৷

https://p.dw.com/p/11PPH
ছবি: Mustafiz Mamun

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ আজ ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি মীমাংসিত বিষয়৷ এ নিয়ে নতুন করে কোন প্রশ্ন তোলার অবকাশ নেই৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন ধরনের পরিবর্তন মানবেনা বিএনপি৷ এটি যেমন আছে তেমনই রাখতে হবে৷ তিনি সংবিধান সংশোধনেরও বিরোধিতা করেন৷

একই অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেছেন, সংবিধান সংশোধন করে বর্তমান সরকার নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবে৷ আর দলীয় কার্যালায়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর দাবি করেন, আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে৷ তিনি এসংক্রান্ত তথ্য প্রমাণ থাকারও দাবি করেন৷

অন্য দিকে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম দাবী বলেছেন বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে৷ সংবিধান সংশোধনের বিরোধিতা এবং মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলার পিছনে বিএনপি'র দুরভিসন্ধি আছে৷ তারা দেশের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে৷ একই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া বলেন, মধ্যবর্তী নির্বাচন ছেলের হাতের মেয়া নয় যে চাইলেই পাওয়া যাবে৷

এভাবেই রাজধানীতে আজ বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের মধ্যে বাকযুদ্ধ চলেছে৷ বিষয় ছিল, তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান সংশোধন আর মধ্যবর্তী নির্বাচন ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক