1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন করার পরিকল্পনা

৩০ মার্চ ২০১১

সংবিধান সংশোধনের ব্যাপারে গঠিত বিশেষ সংসদীয় কমিটি এছাড়া সংসদ সদস্যদের টানা অনুপস্থিতি ৯০ দিন করার প্রস্তাব দিতে চলেছে৷ আসলে গণমাধ্যমে আলোড়ন ভারত-পাকিস্তান ক্রিকেট সেমিফাইনাল নিয়ে৷ আর ইউনূস ইস্যু তো আছেই৷

https://p.dw.com/p/10juH
বাংলাদেশের জাতীয় সংসদছবি: DW/Harun Ur Rashid Swapan

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে মূল সুপারিশের খুঁটিনাটি গণমাধ্যমকে জানানো হবে আজ বুধবার, বলেছেন কমিটির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত৷ তবে বিশেষ কমিটির অধিবেশন থেকে যে'টুকু প্রকাশ পেয়েছে, তা রয়েছে সব পত্রিকাতেই৷ যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী ১০ বছর চালু রাখার প্রস্তাব৷ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ ইত্যাদি৷

একদিকে চালু রাখা, অন্যদিকে মেয়াদ বেঁধে দেওয়া৷ এ'বিষয়ে কমিটির সদস্যরা একমত৷ পদ্ধতি এখনই বাতিল করা হলে বিরোধী দল মানবে না, সেটা নাকি সদস্যরা ভালোভাবেই জানেন, লিখেছে জনকণ্ঠ৷ কাজেই প্রস্তাব উঠেছে আগামী দুই/তিন মেয়াদে তত্ত্বাবধায়ক পদ্ধতি বহাল রেখে ঐ সময়ের মধ্যে নির্বাচনী কমিশনকে শক্তিশালী করা হোক৷ অন্যদিকে মেয়াদ বেঁধে দেওয়ার কারণ নাকি এই যে, তা সুনির্দিষ্ট না থাকার দরুণই বিগত তত্ত্বাবধায়ক সরকার দু'বছরেরও বেশি সময় দায়িত্বে থাকতে পেরেছিল৷ এ'টা রয়েছে প্রথম আলোর বিবরণে৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মূলত বলেছেন, ড. ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মানজনক সমাধান চান৷ এবং আশরাফের দ্বিতীয় বক্তব্য: ইউনূসের বিষয় নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না৷

ও'দিকে জনকণ্ঠ জানাচ্ছে, গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউনূসের আদালতে যাওয়ার কথাটা খুব সম্ভবত জানতেন না যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক৷ অতঃপর ব্লেক দৃশ্যত একটি সংবাদ সংস্থার কাছে মন্তব্য করেছেন যে, ইউনূসের ঐ ঘটনা নিয়ে আদালতে যাওয়া উচিত হয়নি৷

মোহালিতে মহারণ নিয়ে জার্মানির অক্টোপাস পলের দোহাই দিয়েছেন সমকালের প্রতিবেদক পত্রিকাটি ‘সীমান্তের দু'পারের মানুষের টেনশনের' কথাও বলেছে৷ বলতে কি, ভারতীয় মিডিয়ার মুড দেখে সব পত্রিকাই ঐ যুদ্ধের চিত্রকল্পটাই ব্যবহার করেছে৷ যেন খেলার মাঠ নয়, লিবিয়া থেকে সংবাদ - লিখেছে সমকাল৷ চণ্ডিগড়ের আকাশে তো সত্যিই নো-ফ্লাই জোন! ক্রিকেট কূটনীতির কথাটাও উল্লেখ করেছে সমকাল সহ সব পত্রিকা, এবং সেই সঙ্গে এই আশা যে, ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনার দ্বার খুলে দেবে এই ক্রিকেট ম্যাচ৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম