1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে এখনই বিতর্ক

২ ডিসেম্বর ২০১০

পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে এখনই বিতর্ক শুরু হয়েছে৷ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, এটর্নি জেনারেল যদি আগেই সব কিছু ঠিক করে রাখেন তবে তা হবে দুর্ভাগ্যজনক৷

https://p.dw.com/p/QNj7
parliament, building, Dhaka, Bangladesh, তত্ত্বাবধায়ক, সরকার, বাংলাদেশ, ঢাকা, রাজনীতি,
জাতীয় সংসদ ভবনছবি: Harun Ur Rashid Swapan

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বর্তমান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে না মানার উদ্দেশ্য নিয়ে তাঁকে বিতর্কিত করা হচ্ছে, একদিন আগে এটর্নি জেনারেল মাহবুবে আলমের এই অভিযোগের জবাব দিয়েছেন ব্যারিস্টার রফিকুল হক৷ তিনি বলেছেন, আগামী তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন বিচারপতি নাঈম আহমেদ৷ তাহলে কীভাবে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন? তিনি জানতে চান, এটর্নি জেনারেল কি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে নাঈম আহমেদকে প্রধান বিচারপতি করা হবে না? যদি সেরকম কিছু হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক৷

তবে রফিকুল হকের কথার জবাবে এটর্নি জেনারেল বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীদের কথার পিঠে জবাব দিয়েছেন তিনি৷ কোন হিসেব থেকে কথা বলেননি৷ খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তাঁরা বর্তমান প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মানবেন না৷

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে প্রথম বিবেচনায় থাকেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই