1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় শুধু নাচে নয়, কথাতেও মাতালেন শাহরুখ

১১ ডিসেম্বর ২০১০

বাংলাদেশকে ভালোবেসে ফিরে গেলেন শাহরুখ খান৷ সঙ্গে নিয়ে গেলেন হাজার মানুষের আবেগ ও ভালোবাসা৷ বলিউড কিং এর আনন্দ রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে সারা দেশ থেকে নেমেছিল শাহরুখ ভক্তদের ঢল৷

https://p.dw.com/p/QVkN
ছবি: DW

রাত আটটা ৪৪ মিনিট, দর্শকদের কাউন্ট ডাউন শুরু, অপেক্ষা কখন দেখা যাবে তাদের প্রিয় শাহরুখ খানকে৷ টেলিভিশনের পর্দায়, পোস্টারে, বিলবোর্ডে এতদিন ধরে যাকে দেখে এসেছে, এবার সেই শাহরুখকে তারা দেখবেন চোখের সামনে, বাস্তবে৷ অবশেষে তিনি এলেন, বাংলাতেই বললেন, ‘আমি ছোটবেলায় মা'র কাছ থেকে সোনার বাংলার কথা শুনেছি৷ এখানকার আসমান সোনার, জমিন সোনার, ভাষা সোনার, দিল সোনার৷' বলিউডের প্রিয় তারকার এই কথা উপস্থিত সকলেরই মন কেড়ে নেয়৷ কেবল স্টেজ পারফরমেন্স নয়, বাংলাদেশের মানুষেরই মন জয় করতে যেন এসেছিলেন শাহরুখ খান৷ তাই ভাঙ্গা ভাঙ্গা বাংলাতেই বললেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ভারতবর্ষ থেকে অনেক ভালোবাসা নিয়ে এসেছি৷' জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পল্লী কবি জসিমউদ্দিনকেও স্মরণ করেছেন এই প্রতিভাবান শিল্পী৷

‘কাটা লাগা' গানের মধ্য দিয়ে শুরু হয় শুক্রবারের পারফরমেন্স৷ মঞ্চে আসেন ইশা কোপিকর, অর্জুন রামপাল আর বলিউডের হিট নায়িকা রাণী মুখার্জি৷ তবে অনুষ্ঠান পূর্ণতা পায় যখন কিং খান মঞ্চে পা রাখেন৷ ‘আজা মেরি' আর ‘মারজানি মারজানি' গানের সঙ্গে নাচেন৷ একেক সময় একেক বেশভূষা নিয়ে আসেন শাহরুখ, আর দর্শকদের নাচে গানে মাতিয়ে তোলেন৷ রাণী মুখার্জির সঙ্গে ‘কোয়ি মিল গ্যায়া', ‘কুছ কুছ হোতা হ্যায়' সহ বেশ কিছু জনপ্রিয় গানের স্টেজ পারফরমেন্স করেন৷ শেষ হয় ‘ওম শান্তি ওম' গানের মধ্য দিয়ে৷ দর্শকদের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন বলিউডের কিং খান৷ আর দর্শকরাও প্রিয় তারকাকে চোখে দেখার তৃপ্তি নিয়ে বাড়ি ফেরে৷ এদিকে জানা গেছে, অনুষ্ঠান শেষ করে রাতেই ভারতে ফিরে গেছেন শাহরুখ খান৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম