1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বিলবোর্ডের মৃত্যুফাঁদ

২৮ এপ্রিল ২০১০

রাজধানী ঢাকা যেন বিলবোর্ডের নগরী৷ সড়কের ধারে, ভবনের ছাদে অথবা রোড ডিভাইডারের ওপরে বিলবোর্ডের ছড়াছড়ি৷ কিন্তু যত্রতত্র এই সব বিলবোর্ড নগরীর সৌন্দর্যতো বাড়ায়ইনি, বরং মৃত্যুফাঁদে পরিণত হয়েছে৷

https://p.dw.com/p/N8NN
ছবি: DW/Swapan

সাদামাটা কোন বিলবোর্ড কোন সুনির্দিষ্ট পণ্যের কথা সগর্বে প্রচার করছে৷ আবার কোনটি নিয়ন আলোতে ঝলমলে৷ ত্রিমাত্রিক আধুনিক বিলবোর্ডও রয়েছে৷ কিন্তু বিপদ হল ঝড়ে ভেঙে পড়ে বিলবোর্ড৷ অপরিকল্পিত বৈদ্যুতিক সংযোগ ডেকে আনে দুর্ঘটনা৷ গতমাসে গুলশানে এ ধরণের বিলবোর্ড ভেঙে নীচে চাপা পড়ে দু'জন নিহত হন৷ তাই নগরবাসীর দাবি অবৈধ বিলবোর্ড উচ্ছেদের৷

ঢাকা সিটি করপোরশনের হিসেবে রাজধানীতে মোট বিলবোর্ড আড়াই হাজার৷ এর অর্ধেকেরও বেশি অবৈধ৷ তবে বাস্তবে অবৈধ বিলবোর্ডের সংখ্যা আরও বেশি হবে বলে জানান সংশ্লিষ্টরা৷ ঢাকা সিটি করপোরশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম জানান, তাদের উচ্ছেদ অভিযান চলছে৷ তবে পুলিশের অসহযোগিতার কারণে এগোনো যাচ্ছেনা৷

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ বিলবোর্ডের অধিকাংশই বিভিন্ন কর্তৃপক্ষকে তুষ্ট করে স্থাপন করা হয়েছে৷ উচ্ছেদের সময় ওই কর্তৃপক্ষই বাধা হয়ে দাঁড়ায়৷ তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বলেন,পুলিশ এককভাবে বিলবোর্ড উচ্ছেদ করতে পারবেনা৷ প্রয়োজন সিটি করপোরশেনর সহায়তা৷

গুলশানে বিলবোর্ড ভেঙে দু‘জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে৷ কিন্তু অবৈধ ওই বিলবোর্ড স্থাপনকারীরা কেউ গ্রেফতার হয়নি৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক