‘ঢাকায় বাস মানচিত্র’ | পাঠক ভাবনা | DW | 12.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ঢাকায় বাস মানচিত্র’

ঢাকার জন্য প্রথম ‘বাস মানচিত্র’ চমৎকার এবং অনবদ্য৷ এই প্রতিবেদনটির জন্য ধন্যবাদ না জানিয়ে পারলাম না৷ সত্যি, আবারো অনেক অনেক ধন্যবাদ৷ কুমিল্লার বন্ধু মাহফুজের মন্তব্য৷

Screenshot Bangladesch Dhaka Bus Map

Screenshot Bangladesch Dhaka Bus Map

‘বাংলাদেশে চলে ক্ষতিকর ক্যাডমিয়াম' ডয়চে ভেলের এই প্রতিবেদনটি চাষী মহলের নজরে এলে তারা বিভ্রান্ত হয়ে পড়বে, কারণ জনগণের খাদ্য উত্পাদনের যোগানদাররা আদতে জনগণকে বিষ খাওয়াছে৷ কয়েক বছর যাবত সরকার চাষী মহলকে ভরতুকি দিয়ে নানা রকম প্রলোভনে আকৃষ্ট করে এই রাসায়নিক সার ব্যবহার করাচ্ছে৷ আর তারাও উত্পাদনের এজেন্ট হিসাবে মেনে নিয়েছে ব্যাপারটা৷ তাই এ সময় এ ধরনের একটি প্রতিবেদনের জন্য আপনাদের ধন্যবাদ৷ সুহৃত বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান থেকে লিখেছেন৷

গতকাল সকালের স্থানীয় খবরের কাগজে দেখলাম যে, এলবে নদী যেখানে তাঁর উপনদী সালের সাথে মিলিত হয়েছে, সেখানে বাঁধ ভেঙে নদীর দুই কূল প্লাবিত করে পার্শ্ববর্তী অনেক গ্রাম ও আখেন শহরকে প্লাবিত করেছে এবং স্যাক্সনি রাজ্যের রাজধানী ম্যাগডেবুর্গ শহরও এলবে নদীর বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ জার্মানির এহেন বন্যা পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ও ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন থেকে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সোশ্যাল মিডিয়া কিভাবে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে উপকৃত হলাম৷ শুভেচ্ছা নেবেন সকলে৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে এভাবেই তাঁর মতামত জানিয়েছেন৷

- সবাইকে আন্তরিক ধন্যবাদ মতামত জানানোর জন্য৷

নুরুননাহার সাত্তার

দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন