1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ক্রস ফায়ারের প্রদর্শনী বন্ধ করে দিল পুলিশ

২২ মার্চ ২০১০

ব়্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন - ব়্যাবের ক্রস ফায়ারের ওপর ধানমন্ডির দৃক গ্যালারির সোমবারের প্রদর্শনী পুলিশ গিয়ে বন্ধ করে দেয়৷ তারা বিকেলে গ্যালারির ভেতরে প্রদর্শনীর উদ্বোধন করতে দেয়নি৷

https://p.dw.com/p/MZPP
ব়্যাব (ফাইল ফটে)ছবি: DPA

গ্যালারির কর্নধার শহীদুল আলম ডয়চে ভেলেকে জানান, ব়্যাব প্রথমে ফোন করে প্রদর্শনী বন্ধ করতে বলে৷ পরে পুলিশ গিয়ে প্রদর্শনী গ্যালারিতে তালা মেরে দেয়৷

Shahidul Alam 2009
শহীদুল আলম (ফাইল ফটো)ছবি: cc-by Ahmed Arup Kamal

প্রদর্শনীতে ব়্যাবের ক্রস ফায়ারের ওপর আলোক চিত্র ও ভিডিও চিত্র প্রদর্শনের কথা ছিল৷ ভারতের খ্যাতিমান সাহিত্যিক মহাশ্বেতা দেবীর প্রদর্শনী উদ্বোধন করার কথা ছিল৷ পুলিশি বাধার প্রতিবাদে তিনি গ্যালারির বাইরে প্রতীকীভাবে শহীদুল আলমের হাতের তালা খুলে প্রদর্শনীর উদ্বোধন করেন৷

শহীদুল আলম জানান, এই প্রদর্শনী বন্ধ করে দেয়ায় সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে৷ কারণ সবাই অনলাইনে ঘটনা দেখতে পেরেছেন৷

কয়েকমাস আগে দৃক গ্যালারির আরেকটি প্রদর্শনী বন্ধ করে দিয়েছিল পুলিশ৷ প্রবাসী তিব্বতি ছাত্ররা ওই প্রদর্শনীর আয়োজন করেছিল৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক