1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় এসে হরতাল দেখলেন তুর্কি প্রধানমন্ত্রী

১৪ নভেম্বর ২০১০

দুই দিনের সফরে ঢাকায় এখন তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ান৷ এদিকে, একই সময়ে প্রধান বিরোধী দল বিএনপি পালন করছে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল৷

https://p.dw.com/p/Q88i
Turkish Prime Minister Recep Tayyip Erdogan
তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েপ এরদোয়ানছবি: AP

ঢাকায় ৮২ সদস্যের তুর্কি দল

তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ান দু'দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছোন শনিবার সন্ধ্যায়৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান৷ তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সেদেশের অর্থ মন্ত্রীসহ ৮২ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে৷ শনিবার রাতে এরদোয়ান অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেছেন৷ পরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভোজ সভায় যোগ দেন৷

রোববার তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন৷ ব্যাবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে৷ তুর্কি প্রধানমন্ত্রীর এই সফরকালে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ব্যাবসা ক্ষেত্রে চুক্তি সই হবে৷ এই বছরের প্রথমদিকে তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বাংলাদেশ সফর করেন৷

Bangladesch Demonstration in Dhaka Polizei
ঢাকায় চলছে এখন ধর-মার-কাটছবি: AP

বিএনপির ডাকে হরতাল

অন্যদিকে, প্রধান বিরোধী দল বিএনপি আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে৷ বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে বিএনপি৷ তবে সাধারণ মানুষ কোরবানি ঈদের দু'দিন আগে এই হরতালকে দেখছেন ভোগান্তি হিসেবে৷ অন্যদিকে ব্যাবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেছেন, এই হরতালের ফলে চামড়াসহ অন্যান্য শিল্প ক্ষতির মুখে পড়বে৷ আর তৈরি পোশাক শিল্প সংগঠন বিজিএমইএ সভাপতি সালাম মুরশেদী বলেছেন, পোশাক শিল্পে শ্রমিক-মালিক উভয়ই ক্ষতিগ্রস্ত হবে৷

এদিকে হরতালে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে অবস্থান নিয়েছে৷ শনিবার রাতে ঢাকাসহ সারা দেশে বোমাবাজি ও হামলার ঘটনা ঘটেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম