1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার রাস্তায় পুলিশ পিটালেন ডিপজল

১৭ নভেম্বর ২০১০

ঈদের ছুটি চলায় বুধবার অধিকাংশ গণমাধ্যম বন্ধ রয়েছে৷ তবে দেশের গুটি কয়েক অনলাইন পত্রিকা, দৈনিক পত্রিকা এবং টিভি চ্যানেল নিয়মিত সংবাদ পরিবেশন করছে৷ তাদের শিরোনামে উঠে এসেছে হত্যা, রাজনীতিসহ সড়ক দুর্ঘটনার নানা খবর৷

https://p.dw.com/p/QAus
নিরাপত্তা রক্ষার দায়িত্বে পুলিশ (ফাইল ফটো)ছবি: AP

বিএনপি নেতা খুন

‘যশোরে ইউপি চেয়ারম্যান খুন' - শিরোনাম করেছে দেশ টিভি৷ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শওকত হোসেনের ওপর বোমা হামলা চালানো হয়৷ এরপর মুমূর্ষ অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই মারা যান তিনি৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘যশোরে বোমা মেরে বিএনপি নেতাকে হত্যা'৷ অনলাইন এই পত্রিকাটি অবশ্য বলছে নিহতের নাম, শওকত আলী৷ তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ছিলেন৷ এই খবরটিকেই মূল শিরোনামে জায়গা দিয়েছে দ্য ডেইলি স্টার৷

সেনানিবাসের বাড়ি বিতর্ক

দৈনিক প্রথম আলো'র শিরোনাম, ‘আইএসপিআরের ভূমিকার প্রতি প্রশ্ন তুলেছে বিএনপি'৷ আদালতের অনুমতি ছাড়াই বিরোধী নেত্রীর সেনানিবাসের সিলগালা করা বাড়ির বিভিন্ন কক্ষের ছবি গণমাধ্যমে প্রকাশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি৷ একই বিষয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘আইএসপিআরকে সঙ্গত আচরণ করতে বলেছেন দেলোয়ার'৷ বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাতে আইএসপিআরকে ব্যবহার করেছে৷

পুলিশ পিটালেন ডিপজল

‘পুলিশকে মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা' - শিরোনাম করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ মঙ্গলবার সকালে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একটি গাড়ি ট্রাফিক সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চলছিল৷ এসময় এক ট্রাফিক পুলিশ গাড়িটি থামালে ডিপজল তাকে মারধর করে এবং পিস্তল বের করে ভয় দেখায়৷ এই ঘটনায় ডিপজলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ৷ এছাড়া, বাংলানিউজ টোয়েন্টফোর ডটকম জানাচ্ছে, রাজধানীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির কবলে ১৯ ব্যক্তি৷ ঈদের আগের রাতে বিভিন্ন গরুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন ১৯ ব্যক্তি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার