1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার রাস্তায় ট্রাক-আতঙ্ক

১৪ আগস্ট ২০১০

ঢাকায় রাত্রে ট্রাক-আতঙ্ক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জঙ্গি ঘাঁটি – বাংলাদেশের সংবাদপত্রের কিছু বাছাই করা বিষয় তুলে ধরা হলো৷

https://p.dw.com/p/OnUa
ঢাকার রাস্তায় দিনের বেলায়ও চলা কঠিনছবি: picture-alliance/ dpa

নাগরিক পরিষেবা সংক্রান্ত একটি ভিন্ন দিক তুলে ধরেছে দৈনিক ইত্তেফাক৷ এক নিজস্ব প্রতিবেদনে পরিবহন ব্যবস্থার একটা খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে৷ তাতে বলা হয়েছে, ঢাকার রাস্তায় রাতে চলাচলকারী পথচারী ও যাত্রীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ট্রাক৷ রাতে রাজধানীর সড়কগুলোতে ইঁট, বালু, রড সিমেন্টসহ বিভিন্ন গৃহনির্মাণ সামগ্রী পরিবহণ করে এসব ট্রাক৷ এর অধিকাংশই ফিটনেসবিহীন এবং লক্কড় ঝক্কর মার্কা৷ এসব ট্রাকের সামনে পড়লে পথচারী তো বটেই বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়ির চালকরাও আতঙ্কে থাকেন৷ কখন যেন দুর্ঘটনা ঘটে যায়৷ চোখের সামনে বেপরোয়াভাবে চলাচল করলেও ট্রাফিক পুলিশ আটকাতে পারছে না এই দানব ট্রাকগুলোকে৷

সেটা বলা যেতেই পারে, তবে যুগান্তরের ইন্টারনেট সংস্করণের ‘শীর্ষে দুর্নীতি' সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে৷ তাতে অভিযোগ করা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল ও গোপন অ্যাকাউন্ট খুলে সরকারের প্রায় ৯ কোটি আত্মসাৎ করেছেন চার কর্মকর্তা৷ অবিশ্বাস্যরকম দুঃসাহসিক এ দুর্নীতির ঘটনা ঘটেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন আদমজী সন্স লিমিটেডের দফতরে৷ মন্ত্রণালয়ের প্রাথমিক অনুসন্ধানে চাঞ্চল্যকর আত্মসাতের এ ঘটনা ধরা পড়ার পর একজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও বাকি তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত- করা হয়েছে৷ পূর্ণাঙ্গ তদন্ত করতে মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মোঃ মোবারক হোসেনকে প্রধান করে তদন্ত- কমিটি গঠন করা হয়েছে৷

দৈনিক কালের কণ্ঠ নিজস্ব এক প্রতিবেদনে দাবি করছে যে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে৷ হলে অবস্থানরত মেধাবী ছাত্ররা জড়িয়ে পড়ছে জঙ্গি তৎপরতায়৷ এই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সাড়ে তিন মাসে নগরীর বিভিন্ন স্থান থেকে চুয়েটের ১০ ছাত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করে৷

সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়