1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট দিন এক্ষুণি!

ওলে টানগেন / এআই৩১ মার্চ ২০১৬

ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার চলতি আসরের চূড়ান্ত প্রতিযোগীদের বাছাই করা হয়েছে৷ অনলাইন ব্যবহারকারীরা এখন চাইলে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন৷

https://p.dw.com/p/1IMd0
The Bobs 2016 - Start des Votings bei den Bobs Awards
ছবি: DW

‘‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম'' প্রতিযোগিতায়, যা ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতা হিসেবেও পরিচিতি, চলতি বছর ২,৩০০-এরও বেশি মনোনয়ন জমা পড়ে৷ এসবের মধ্য থেকে চারটি মিশ্র বিভাগের এবং ১৪টি ভাষা বিভাগে চূড়ান্ত প্রতিযোগী বাছাই করেছেন আন্তর্জাতিক জুরিমন্ডলী, যাদের মধ্যে বাংলা ভাষার পক্ষে আছেন ব্লগার রাফিদা বন্যা আহমেদ৷

বাংলা ভাষার প্রার্থীদের ভোট দিতে ভিজিট করুন: http://thebobs.com/bengali/

চলতি বছর চারটি মিশ্র বিভাগে বাংলা ভাষার প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে: সামাজিক পরিবর্তন বিভাগে সুন্দরবন বাঁচাও, প্রগতির জন্য প্রযুক্তি বিভাগে মায়া অ্যাপ, নাগরিক সাংবাদিকতা বিভাগে রেজর'র এজ ভিডিও তথ্যচিত্র এবং শিল্প ও সংস্কৃতি বিভাগে জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা৷ এসব বিভাগে বাংলা ভাষার প্রার্থীরা লড়ছেন অন্য ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে৷

পাশাপাশি ভাষাভিত্তিক বিভাগে রয়েছে পাঁচটি বাংলা ব্লগ৷ এগুলো হচ্ছে ইস্টিশন, জার্মান প্রবাসে, ইতুর ব্লগ, অগ্নি সারথির ব্লগ এবং প্রবীর বিধানের ব্লগ৷ এই পাঁচ প্রতিযোগির মধ্যে থেকে অনলাইন ভোটে বিজয়ী পাবেন ‘ইউজার'র চয়েস অ্যাওয়ার্ড৷' এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

দ্য বব্স প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগীদের অভিনন্দন জানিয়েছেন ডয়চে ভেলের ইনোভেটিভ প্রোগ্রামিং বিভাগের উপপ্রধান জুলিয়া ব্রান্সটর্ফ৷ তিনি বলেন, ‘‘সমাজ পরিবর্তন এবং বাকস্বাধীনতা নিশ্চিতে সংগ্রামরত কঠোর পরিশ্রমী মানুষদের স্বীকৃতি প্রদানও এক গর্বের ব্যাপার৷''

ऑनलाइन एक्टिविज्म का बॉब्स

যেভাবে ভোট দেবেন

ভোট দিতে হলে প্রথমেই যেতে হবে thebobs.com/bengali ঠিকানায়৷ এরপর সাইটটিতে উল্লেখিত যে কোনো উপায়ে ‘লগ-ইন' করতে হবে৷ এ জন্য চাইলে আপনার ফেসবুক বা টুইটার আইডিও ব্যবহার করতে পারেন৷ এরপর আপনার পছন্দের প্রার্থীর বিভাগ ও নাম বাছাই করে ভোট দিন বাটন টিপে দিলেই হবে৷ তবে একটি বিভাগে প্রতি ২৪ ঘণ্টায় একবারের বেশি ভোট দেয়া যাবে না৷

প্রসঙ্গত, চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতা ১৪ বছরে পদাপর্ন করেছে৷ গত কয়েকবছরে বিশ্বের বিভিন্ন দেশের ব্লগারদের বাংলাদেশের বেশ কয়েকটি ব্লগ এবং অনলাইন উদ্যোগ দ্য বব্সের সম্মানজনক ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছে৷ অনলাইন ভোটাভুটির পাশাপাশি আন্তর্জাতিক জুরিমন্ডলী বার্লিনে এক বৈঠকে ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীদের নির্বাচন করে থাকেন৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য