‘ডয়চে ভেলের কল্যাণেই বিশ্বের নানা খবর এখন হাতের মুঠোয়’ | পাঠক ভাবনা | DW | 05.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলের কল্যাণেই বিশ্বের নানা খবর এখন হাতের মুঠোয়’

ভূমিকম্প বিধ্বস্ত জাপানের করুণ অবস্থা চোখে না দেখলেও, জানতে পারছি, বুঝতে পারছি ডয়চে ভেলের ওয়েবসাইট আর রেডিও’র মাধ্যমে৷

আর জাপানকে সহয়তা করার জন্য আন্তজাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি আমরা৷

এর পাশাপাশি বিশ্বের সকল স্থানের পারমানবিক কেন্দ্রগুলোকে ভূমিকম্প থেকে রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি - যাতে জাপানের ঘটনার পুনরাবৃত্তি অন্য কোথায়ও না ঘটে৷ ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া থেকে ইমেলে একথা লিখেছেন শ্রোতাবন্ধু এম এ রশিদ চৌধুরী৷

গতকাল হরতাল থাকায় অফসিয়াল কাজ তেমন না থাকার কারণে, দীর্ঘক্ষণ বসে আমরা ডয়চে ভেলের বাংলা, হিন্দী ও ইংরেজি ওয়েবসাইট দেখলাম ও সমস্ত প্রতিবেদনগুলি পড়লাম৷ শ্রোতাদের মতামতের পাতায় অনেকের মতামত দেখে ভালো লাগলো৷ মাইকেল হালদার ও বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

২৬শে মার্চ শনিবার ৪০তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাঙালী জাতি৷ বরাবরের মতো এবারও সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অগণিত শহীদ, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতা এবং সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা দিবস উদযাপন করে৷ এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায়, পাড়ায় মহল্লায়, বিভিন্ন সংগঠন নানা রকম কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে৷ অন্যান্য সামাজিক সংগঠনের পাশাপাশি, আমাদের শ্রোতাসংঘ ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব’ এবং ‘মিরপুর উত্তর বিশিল জনকল্যাণ সমিতি’ যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল৷ এবারের স্বাধীনতা দিবসে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব এবং মিরপুর উত্তর বিশিল জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই সকল সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বাঙালীর অহঙ্কার, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ধারণা দিতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করে এবং পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়৷ ক্লাবের পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানের কথা ইমেলে জানিয়েছেন শ্রোতাবন্ধু দিদারুল ইকবাল, ঢাকা, মিরপুর থেকে৷

২০শে মার্চ শহীদ মিনারে গিয়েছিলাম কাজের তদারকী করার জন্য৷ পাশে নদী ও ব্রীজ৷ আর সাথে ছিল আপনাদের দেওয়া গ্রুনডিগ রেডিও৷ রাত আটটায় ডয়চে ভেলের এফএম ব্যান্ডের অনুষ্ঠান ধরলাম৷ প্রথমে শোনা না গেলেও, পরে এরিয়ালটা টেনে দিতেই অনুষ্ঠান শুনতে পেলাম৷ তখন আনন্দের সাথে বন্ধুদের গলা জড়িয়ে ধরলাম এবং তাঁদেরও শোনালাম৷ পরের দিন থেকে বাড়িতেও চেষ্টা করলাম অনুষ্ঠানে শোনার৷ ঘরে বসে শোনা না গেলেও, বারান্দা থেকে স্পষ্টই শোনা যায়৷ সেই থেকে নিয়মিত শুনছি৷ এতোদিন যে টেনশনে ছিলাম এবার তা কমলো৷ এভাবেই পুরনো বন্ধু তুষার রায় রনি, জার্মান বেতার শ্রোতাসংঘ, কচুয়া, বাগেরহাট থেকে ডাকে পাঠানো চিঠিতে তাঁর আনন্দ প্রকাশ করেছেন৷

৮ই মার্চ পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস৷ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যথাযথ মর্যাদার সাথে আমাদের ক্লাবের পক্ষ থেকেও নারী দিবস পালন করা হয়৷ মূল বিষয় ছিলো নারীদের সম অধিকার এবং বাল্য বিবাহ রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করা৷ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও ক্লাবের পক্ষ থেকে বেশ জাঁকজমকের সাথে পালন করা হয়৷ একথা চিঠিতে জানিয়েছেন শ্রোতাবন্ধু এম শামসুল ইসলাম, আটমুল আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, বগুড়া থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ